সনাতন ধর্মে, ভগবান শঙ্করের পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে, ভগবান শিবের আরাধনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। কথিত আছে, মহাদেবকে খুশি করতে সোমবার উপবাস করা খুবই উপকারী। এমন অবস্থায় ভগবান ভোলেনাথকে খুশি করতে চাইলে সোমবার উপবাস করতে হবে । এর সাথে শিবাষ্টক স্তোত্র পাঠ করতে হবে । মহাদেব শিবের যত মন্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী শিব মন্ত্র হল শিবাষ্টক স্তোত্রম ।এই শিব মন্ত্র নিয়মিত পাঠে মানুষ তার জীবনের যেকোন সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হন। শক্তিশালী শিবমন্ত্র শিবাষ্টক স্তোত্রম নিম্নরূপ :-
প্রভুমীশমণীশমশেষগুণং
গুণহীনমহীশ-গরলাভরণম্।
রণ – নিজির্জত-দুর্জয়-দৈত্যপুরং
প্রণমামি শিবং শিবকল্পতরুম ।।১।।
গিরিরাজ-সুতান্বিত-বামতনুং
তনু-নিন্দিত-রাজিত-কোটিবিধুম।
বিধি-বিষ্ণু-শিরোধৃত-পাদযুগং
প্রণমামি শিবং শিবকল্পতরুম্।।২।।
শশলাঞ্ছিত-রঞ্জিত-সন্মুকুটুং
কটিলম্বিত-সুন্দর-কৃওিপটম্।
সুরশৈবলিনী-কৃত-পূতজটং
প্রণমামি শিবং শিবকল্পতরুম।।৩।।
নয়নত্রয়-ভূষিত-চারুমুখং
মুখপদ্ম-পরাজিত-কোটিবিধূম্।
বিধুখন্ড-বিমন্ডিত-ভাল-তটং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৪।।
বৃষরাজ-নিকেতনমাদিগুরুং
গরলাশর্নমাজি-বিষাণধরম্।
প্রমথাধিপ-সেবক-রঞ্জনকং
প্রণমামি শিবং শিবকল্পতলমন।।৫।।
মকরধ্বজ-মও-মাওঙ্গ-হরং
করিচম্মগ-নাগ-বিবোধকরম্।
বরমার্গণ-শূল-বিষাণ-ধরং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৬।।
জগদুদ্ভবপালননাশকরং
ত্রিদিবেশ-শিরোমণি-ঘৃষ্টপদম।
প্রিয়মানব-সাধুজনৈকগতিং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৭।।
অনাথং সুদীনং বিভো বিশ্বনাথ
পুনজ্জন্মদুঃখাং পরিত্রাহি শম্ভো।
ভজতোহখিল-দুঃখ-সমূহহরং
প্রণমামি শিবং শিবকল্পতলম।।৮।।
।। ইতি শিবাষ্টক স্তোত্রম সম্পূর্ণং ।।