শ্রী মাধবাচার্যের দ্বাদশা স্তোত্রের দশম স্তোত্রে শ্রী হরির ভক্তিই মোক্ষের একমাত্র উপায় বলে বর্ণনা করা হয়েছে । এই স্তোত্রে বলা হয়েছে, শুধুমাত্র হরির ভক্তির মাধ্যমেই মুক্তি লাভ করা সম্ভব, অন্য কোনো পুণ্যকর্ম মুক্তি দিতে পারে না । এই শ্লোকের তাৎপর্য হল , শুধুমাত্র ঈশ্বর-ভক্তির মাধ্যমেই মুক্তি লাভ করা সম্ভব। জাগতিক কর্ম বা অন্যান্য উপায় মুক্তি দিতে পারে না । শ্লোকে ভক্তির মাহাত্ম্য ব্যাখ্যার মাধ্যমে মুক্তির পথ অন্বেষণ এবং কর্মফল থেকে মুক্তির জন্য শ্রীহরির শরণাগত হওয়া বা ঈশ্বর-নির্ভরতার কথা বলেছেন শ্রী মাধবাচার্য ।
অথ দশমস্তোত্রম্
অব নঃ শ্রীপতিরপ্রতিরধিকেশাদিভবাদে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১ ॥
সুরবংদ্যাধিপ সদ্বরভরিতাশেষগুণালম্ ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ২ ॥
সকলধ্বাংতবিনাশন (বিনাশক) পরমান্দসুধাহো ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ৩ ॥
ত্রিজগত্পোত সদার্চিতচরণাশাপতিধাতো ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ৪ ॥
ত্রিগুণাতীতবিধারক পরিতো দেহি সুভক্তিম্ ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ৫ ॥
শরণং কারণভাবন ভব মে তাত সদাঽলম্ ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ৬ ॥
মরণপ্রাণদ পালক জগদীশাব সুভক্তিম্ ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ৭ ॥
তরুণাদিত্যসবর্ণকচরণাব্জামল কীর্তে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ৮ ॥
সলিলপ্রোত্থসরাগকমণিবর্ণোচ্চনখাদে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ৯ ॥
কজ (খজ) তূণীনিভপাবনবরজংঘামিতশক্তে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১০ ॥
ইবহস্তপ্রভশোভনপরমোরুস্থরমালে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১১ ॥
অসনোত্ফুল্লসুপুষ্পকসমবর্ণাবরণাংতে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১২ ॥
শতমোদোদ্ভবসুন্দরিবরপদ্মোত্থিতনাভে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১৩ ॥
জগদাগূহকপল্লবসমকুক্ষে শরণাদে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১৪ ॥
জগদংবামলসুংদরিগৃহবক্ষোবর যোগিন্ ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১৫ ॥
দিতিজাংতপ্রদ চক্রধরগদায়ুগ্বরবাহো ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১৬ ॥
পরমজ্ঞানমহানিধিবদন শ্রীরমণেংদো ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১৭ ॥
নিখিলাঘৌঘবিনাশন (বিনাশক) পরসৌখ্যপ্রদদৃষ্টে ।
করুণাপূর্ণবরপ্রদচরিতং জ্ঞাপয় মে তে ॥ ১৮ ॥
পরমানংদসুতীর্থসুমুনিরাজো হরিগাথাম্ ।
কৃতবান্নিত্যসুপূর্ণকপরমানংদপদৈষিন্ ॥ ১৯ ॥
।। ইতি শ্রীমদানংদতীর্থভগবত্পাদাচার্য় বিরচিতং
দ্বাদশস্তোত্রেষু দশমস্তোত্রং সংপূর্ণম্।।

