এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,০৭ মে : ফের জরুরী অবস্থা জারি হওয়ায় ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছে শ্রীলঙ্কার বার অ্যাসোসিয়েশন ৷ সংগঠনের তরফ থেকে জরুরী অবস্থা তুলে নেওয়ার জন্য রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষের (Gotabaya Rajapaksa) কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে,’আমরা মহামান্যের কাছে জরুরি অবস্থা ঘোষণার ঘোষণা প্রত্যাহার করার জন্য এবং জনগণের মৌলিক অধিকারকে সম্মান দেওয়া ও সুরক্ষিত করা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি ।’
যদিও রাষ্ট্রপতি কার্যালয় থেকে এক বিবৃতিতে জারি করে বলা হয়েছে,’শ্রীলঙ্কায় সর্বজনীন জরুরি অবস্থার কারণে এবং জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ।’
দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার জনসংখ্যা ২২ মিলিয়ন । স্বাধীনতার পর থেকে এমন কঠিন অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়নি এই রাষ্ট্রটি । শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও অদূরদর্শীতার অভিযোগে সরব হয়েছেন শ্রীলঙ্কার নাগরিকরা । রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে প্রায় প্রতি দিনই ক্ষোভ বিক্ষোভ চলছে দেশ জুড়ে । আর তা দমিয়ে রাখতে জরুরি অবস্থাকে হাতিয়ার করছে গোটাবায়া রাজাপাক্ষে । এর নিন্দা করে শ্রীলঙ্কার বার অ্যাসোসিয়েশন বলেছে,’বিক্ষোভ দমিয়ে রাখা কোনো সমাধান নয় ।’।