এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১৫ সেপ্টেম্বর : এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সুপার-৪ পর্বের নির্ণায়ক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা । প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সামনে ২৫২ রানের লক্ষ্য রাখে পাকিস্তান । রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (৯১ রান), সামারা বিক্রমা (৪৮ রান) ও চরিত আসালঙ্কার (৪৯ রান) সহায়তায় ৮ উইকেট হারিয়ে ২৫২ রান করে এবং ২ উইকেটে জয়লাভ করে ।
আসলাঙ্কা ম্যাচের শেষ পর্যায়ে বাউন্ডারি মেরে শেষ বলে ২ রান করে দলকে জয়ের তীরে নিয়ে আসে। তিনি শ্রীলঙ্কা দলকে দ্বাদশ বারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে দেন। এই জয়ের মাধ্যমে, শ্রীলঙ্কা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে এবং এখন তারা ভারতের মুখোমুখি হবে । পাকিস্তানের হয়ে ইফতেখার আহমেদ ৩টি, শাহীন আফ্রিদি ২টি ও শাদাব খান নেন ১টি উইকেট নেন ।।