এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,২৪ নভেম্বর : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে যাওয়ার পর দেশের ফেরার মুহুর্তে বিতর্কে জড়িয়ে পড়েন শ্রীলঙ্কার ২৬ বর্ষীয় অলরাউন্ডার চামিকা করুনারত্নে । এক মহিলাকে হোটেলে ডেকে এনে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল অস্ট্রেলিয়ার পুলিশ । ঘটনার পরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছিল,এই ঘটনায় করুনারত্নে শান্তির মুখে পড়তে হবে । অবশেষে তাঁকে ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল এসএলসি । তার বিরুদ্ধে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে বোর্ড । অভিযোগ কবুলও করেছেন করুনারত্নে ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বলেছে যে জাতীয়ভাবে চুক্তিবদ্ধ চামিকা করুনারত্নের কথিত নিয়ম লঙ্ঘনের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত প্যানেল গঠন করা হয়েছিল । তদন্তের পর করুনারত্নকে সতর্ক করার জন্য বোর্ডকে সুপারিশ করে তদন্ত প্যানেল । এরপর এসএলসি নির্বাহী কমিটি করুনারত্নেকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে । নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে ৫,০০০ ডলার (প্রায় চার লাখ টাকা) জরিমানাও করা হয়েছে । এদিকে নিষেধাজ্ঞার কারনে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না করুণারত্নে ।
করুণারত্নে শ্রীলঙ্কার হয়ে ১৮ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । ৫.৫৪ ইকোনমি রেটে ১৬ টি উইকেট নিয়েছেন । রান করেছেন ৩৭৬ । স্ট্রাইক রেট ৩৪.১৮ । তিনি ৩৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮.০৩ ইকোনমি রেটে ২১ টি উইকেট নিয়েছেন । রান করেছেন ২৫৭ । স্ট্রাইক রেট ১০৪.৪৭ । টেস্ট খেলেছেন একটি । তাতে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ২২ রান করেছেন ।।