দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ ফেব্রুয়ারী : দীর্ঘ প্রায় দু’বছরের অধিক সময় ধরে করোনার বিধিনিষেধের কারনে কার্যত গৃহবন্দি থাকতে হয়েছে । শিশুদের পার্কে গিয়ে খেলাধুলা করা আর বয়স্কদের বৈকালিক আড্ডা বন্ধ হয়ে গিয়েছিল । একঘেয়েমি জীবনের ফলে মনের উপর পড়ছিল নেতিবাচক প্রভাব । তাই বয়স্ক মানুষদের একঘেয়েমি জীবন থেকে ক্ষণিকের আনন্দ দিতে রবিবার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । আয়োজন করল কাটোয়ার ‘ডিভিনিটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । কাটোয়া শহরের নজরুল মঞ্চের প্রাঙ্গণে বাস্কেটবল ও ফুটবল প্রতিযোগিতায় মেতে উঠলেন এলাকার প্রবীন ও প্রবীনারা ।
তবে প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জন্য বয়সের বিধিনিষেধ ছিল । পুরুষদের ক্ষেত্রে নুন্যতম বয়স ৬০ ও মহিলাদের ক্ষেত্রে চল্লিশোর্ধ ধার্য করা হয়েছিল । বয়সের কারনে খেলার নিয়মেও শিথিলতা করা হয়েছিল । ছোটাছুটি ছাড়াই গোল করার প্রতিযোগিতা হয় এদিন । এভাবে ফুটবল প্রতিযোগিতায় প্রথম হন ৭১ বছর বয়সী স্বপন কুমার নাগ । বাস্কেটবলে প্রথম ৮১ বছরের অলকানন্দা ভট্টাচার্য। অন্যদিকে মহিলাদের মধ্যে ফুটবলে প্রথম হন হরপ্রিয়া চৌধুরী। রাত্রি রায় বাস্কেটবলে সেরার পুরস্কার পান । উদ্যোক্তাদের তরফ থেকে বিজয়ীদের পুরষ্কৃত করা হয় । এদিন পুরুষ ও মহিলা মিলে ১৬০ জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন । তার মধ্যে মহিলা ছিলেন ৪৫ জন । সরস্বতী পুজোর পরের দিন তাঁরা কার্যত উৎসবের মেজাজে কাটালেন ।।