এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের অট্টহাস সতীপীঠে অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের হঠাৎ পুজো দিতে আসায় জল্পনা শুরু হয়েছে । ২০২৬ সালে রাজ্যে বিধানসভার ভোটের আগে হঠাৎ পুজো দিতে আসায় কেউ কেউ তার ফের রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত পাচ্ছেন। তারা মনে করছেন যে ফের শাসকদলের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন এক সময়ে টলিউডের এই জনপ্রিয় নায়িকা । যদিও অভিনেত্রীর কথায়, ‘আমি কেতুগ্রামের অট্টহাস সতীপীঠ ও এখানকার মাহাত্ম্য সম্পর্কে শুনেছিলাম এখানে মায়ের কাছে এসে খুবই ভালো লাগলো। মায়ের কৃপা থাকলে আবারও আসবো।’
পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমায় রয়েছে ৪ টি সতীপীঠ । তার মধ্যে কেতুগ্রাম থানার অন্তর্গত দক্ষিণডিহি গ্রামের অট্টহাস সতীপীঠ অন্যতম। শান্ত নির্জন পরিবেশে অবস্থিত এই সতীপীঠ সনাতনী পূণ্যার্থীদের কাছে সর্বদাই আকর্ষণীয় । আজ শুক্রবার দেবীকে পূজো দেওয়ার পর সতীপীঠের নিরিবিলি জঙ্গলে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার কলকাতার উদ্যেশ্যে রওনা হন দেবশ্রী রায় ।
প্রসঙ্গত,দেবশ্রী রায় রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক । ২০১১ সালের বিধানসভার নির্বাচনে তাকে রায়গঞ্জ থেকে প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । সিপিএমের প্রার্থী কান্তি গাঙ্গুলিকে পরাজিত করেন দেবশ্রী রায়। কিন্তু মেয়াদের শেষের দিকে দেবশ্রী রায়ের কিছু মন্তব্য দলকে বিপাকে ফেলে দিলে ক্রমশ দলের সঙ্গে তার দুরত্ব তৈরি হয় । ২০২১ সালে ফের তাকে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দেয় তৃণমূল । কিন্তু দেবশ্রী রায় তা প্রত্যাখ্যান করেন । কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ তার কেতুগ্রামের অট্টহাস সতীপীঠে পুজো দিতে আসা এবং ‘মায়ের কৃপা থাকলে আবারও আসবো’ মন্তব্যে জল্পনার সৃষ্টি হয়েছে ।।