এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২১ জানুয়ারী : কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি দিলেন বাঁকুড়ার দুই বিজেপি বিধায়ক । বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমর নাথ শাখা ও ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়ার এই আবেদন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে । তবে এই বিষয়ে নির্মল ধাড়া কোনও মন্তব্য না করলেও অমর নাথ শাখা কারোর নাম না করে দলের সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন । তিনি বলেন,’যাঁরা দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত আছেন,সংগঠনটা বোঝেন ওই সকল ব্যক্তিদের দায়িত্ব দিলেই সংগঠন ভালো থাকবে । যাদের সাথে বিজেপির কোনও যোগ নেই, সেই সকল ব্যক্তিদের দায়িত্ব দিলেই সমস্যার সৃষ্টি হয় । সেই সমস্যা আমাদেরও এসেছে । এই বিষয়ে আমরা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি । আমাদের আশা ওনারা নিশ্চয় এটা নিয়ে ভাববেন ।’ তবে এর সঙ্গে নিরাপত্তারক্ষী প্রত্যাহারের আবেদনের কোনও সম্পর্ক নেই বলে অমরনাথবাবু জানান । তিনি বলেন,’আমরা প্রথম থেকেই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী না নেওয়ার পক্ষেই ছিলাম ।’
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার ৮ বিজেপি বিধায়কের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের বদলে দেওয়া হয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী । বিজেপির অনান্য বিধায়কদের মত বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও নির্মল ধাড়ার নিরাপত্তার জন্য ৫ জন করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় । এবার সেই নিরাপত্তারক্ষী ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন বাঁকুড়ার এই দুই বিজেপি বিধায়ক । তাহলে দল বদলের হিড়িকের মাঝে তাঁরাও কি জার্সি বদল করতে চলেছেন ? এই প্রশ্নের উত্তরে অমর নাথ শাখা ধ্বন্দ্ব জিইয়ে রেখে বলেন, ‘ওটা সময় বলবে ।’।