এইদিন ওয়েবডেস্ক,মাদ্রিদ,০৪ ফেব্রুয়ারী : বারবার চোট পাচ্ছেন পিএসজির স্প্যানিশ ফুটবলার সার্জিও রামোস । আর সেই চোটই তাঁকে অবসরের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্পেনের জাতীয় ফুটবল দলের প্রাক্তন চিকিৎসক মার্সেল ফেরেট । প্রসঙ্গত,অনুশীলনের সময় পেশিতে চোট পান রামোস । যে কারণে আগামী ১৫ ফেব্রুয়ারী রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে । বলার অপেক্ষা রাখে না, এই ম্যাচটি মেসিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এমন একটি হাইভোল্টেজ ম্যাচে অভিজ্ঞ রামোসকে দলে পাবে,এমনটাই তো প্রত্যাশা ছিল ক্লাবের । কিন্তু একটা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবার মাঠের বাইরে চলে গেলেন রামোস ।মার্সেল ফেরেটের মতে, ‘একজন খেলোয়াড়েরা জীবনে পেশির ইনজুরি অনেক চ্যালেঞ্জিং । রামোসের চোট খুব গুরুতর । এটা কতদিন স্থায়ী হবে, সে সম্পর্কে কারোর কোনও স্পষ্ট ধারণা নেই । এর ফলে রামোসকে অবসর পর্যন্ত নিতে হতে পারে।’
দীর্ঘ প্রায় ১৬ বছর রিয়াল মাদ্রিদে খেলার পর চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেন রামোস । আগের ক্লাবের সঙ্গে এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খেলা পড়ায় চিন্তিত ছিলেন তিনি । তিনি নিজেই বলেছিলেন,’রিয়ালের মুখোমুখি না হওয়াই পছন্দ করতাম আমি ।’ এবার সম্ভবত পেশির চোটের কারনেই তিনি পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামা থেকে অব্যাহতি পেলেন । তবে আর কখনই হয়তো রামোসকে মাঠে নামতে দেখা যাবে না বলে সন্দেহ প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান । ওই সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘রামোস খুব সম্ভবত তাঁর বুট জোড়া তুলে রাখতে চলেছেন ।’।