এইদিন ওয়েবডেস্ক,মাদ্রিদ,১৬ মার্চ : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়ালো স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ । বুধবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয় তারা রাশিয়ার আগ্রাসনের কারণে শরণার্থীদের সাহায্যার্থে এক মিলিয়ন ইউরো দান করবে । তবে এই অর্থ ইউএনএইচসিআর এবং রেডক্রসের মাধ্যমে ইউক্রেনের শরণার্থীদের সেবার কাজে ব্যায় করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনএইচসিআরের মতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে শরণার্থী হয়েছেন প্রায় ২.৯৭ মিলিয়ন লোক । যা ইউক্রেনের মোট জনসংখ্যার ৭ শতাংশ । আর এই বিপুল সংখ্যক মানুষের অন্নবস্ত্রের মত মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনগুলি । তার মধ্যে অন্যতম ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি(UNHCR),রেডক্রস ও ইসকন ইন্টারন্যাশনাল প্রমুখ । ইউক্রেনের শরণার্থী বিনামূল্যে বিভিন্ন পরিষেবা দিতে সংগঠনগুলি নিরন্তর কাজ করে যাচ্ছে ।।