এইদিন বিনোদন ডেস্ক,২১ এপ্রিল : নীতেশ তিওয়ারির রামায়ণ নিয়ে বলিউডের করিডোরে অনেক আলোচনা চলছে। এই ছবিতে একগুচ্ছ তারকা অভিনয় করবেন। ছবিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টার যশকে ‘রাবণ’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং তিনি তার চরিত্রের শুটিং শুরু করেছেন। শুটিং শুরুর আগে, যশ মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে যান এবং বিশেষ প্রার্থনা করেন। যশ ভগবান শিবের ভক্ত। অভিনেতার পারিবারিক দেবতাও শিব। এই কারণে, তিনি ভগবান শিবের দর্শন করার জন্য মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন । ‘রামায়ণ’ ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। তার আগে, তিনি মন্দিরে পূজো দিতে যান । বিশেষ ব্যাপার হলো, রাবণও ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন।
নীতেশ তিওয়ারি তার আসন্ন ছবিতে যশ, রণবীর কাপুর, সানি দেওল, রবি দুবে এবং সাই পল্লবীর মতো অভিনেতা অভিনেত্রীদের বেছে নিয়েছেন। রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার পাশাপাশি, অভিনেতা ছবিটির সহ-প্রযোজনাও করছেন। এই সপ্তাহ থেকে তিনি মুম্বাইতে তার একক দৃশ্যের শুটিং শুরু করবেন। নতুন শুরুর আগে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি।
দেবতার দর্শন করা এই অভিনেতা শৈশব থেকেই ভগবান শিবের ভক্ত এবং মন্দির পরিদর্শন করে খুশি হওয়ার কথা বলেছেন । তিনি বলেন, তিনি সকলের মঙ্গল কামনা করেছেন। ‘রামায়ণ’ দুটি ভাগে আসবে। নীতেশ তিওয়ারির এই বহু প্রতীক্ষিত ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে। ছবির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে, আর দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।।