এইদিন বিনোদন ডেস্ক,২২ এপ্রিল : অর্থ পাচার মামলায় দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) । ইতিমধ্যে নোটিশ জারিও করা হয়েছে । সূত্রের খবর, এই মামলার ২৮ তারিখে শুনানির জন্য হাজির হওয়ার জন্য সুরানা গ্রুপ এবং সাইসূর্য ডেভেলপারদের নোটিশ জারি করা হয়েছে।বলা হচ্ছে যে এই সংস্থার প্রচারের জন্য মহেশ বাবু ৩.৪ কোটি টাকা নিয়েছিলেন।
একটি ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, ‘মহেশ সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপ কর্তৃক চালু করা রিয়েল এস্টেট প্রকল্পগুলির প্রচারের অনুমোদন দিয়েছিলেন।’ এই বিজ্ঞাপন চুক্তির জন্য মহেশ বাবু ৫.৯ কোটি টাকা পেয়েছিলেন, যার মধ্যে ৩.৪ কোটি টাকা চেকের মাধ্যমে এবং ২.৫ কোটি টাকা নগদ অর্থের মাধ্যমে পেয়েছিলেন। এখন, নগদ অর্থ প্রদান ইডির তদন্তাধীন ।।