এইদিন ওয়েবডেস্ক,১০ নভেম্বর : আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’র দৌলতে অভিনয় জগতে পরিচিত মুখ হয়ে উঠেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। সম্প্রতি দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সংলাপ নিয়ে প্রকাশ্যে খোঁচা দিয়েছেন অনসূয়া। আর তাই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ছাড়েননি অভিনেতার অনুরাগীরা । অনেকে তাকে ‘আন্টি’ বলেও কটাক্ষ করেছেন । এমনকি ‘আন্টি’ শব্দটিকে সোশ্যাল মিডিয়া এক্সে (টুইটার) ট্রেন্ডে পরিণত করেন তারা । আর এতে বেজায় চটেছেন অনুসূয়া । ক্ষিপ্ত অনসূয়া ভরদ্বাজ সাফ জানিয়ে দিয়েছেন যে এবার থেকে কেউ তাকে ‘আন্টি’ বললে তিনি সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করবেন ।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, অনুসূয়া বলেছেন যে ‘আন্টি’ শব্দটি বাচ্চারা বা ছোটরা বললে সমস্যা নেই,কিন্তু সম বয়সী বা তার থেকে বেশি বয়সীরা ‘আন্টি’ বলার অর্থ তাকে অপমান করা । তিনি বলেন,‘আমি জানি না ট্রোলাররা মুখোমুখি হয়ে তাকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কিনা। কিন্তু, নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ।’ এছাড়া তাঁর সন্দেহ যে তাকে আক্রমণ করার জন্য বিজয় দেবেরাকোন্ডা ট্রোলারদের টাকা দেন ।
‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়াও খুশি, ‘ফ্ল্যাশব্য়াক’, ‘মাইকেল’, ‘খিলাড়ি’ সহ দক্ষিণের একাধিক সিনেমায় অভিনয় করেছেন অনসূয়া। অভিনয় করেছেন টেলিভিশনের পর্দাতেও । তবে
এই মুহূর্তে তার হাতে বিশেষ কোনও ছবি নেই । তবে অনুসূয়া জানিয়েছেন, চ্যালেঞ্জিং চরিত্র হলেই তিনি কাজ করবেন । একই ধরনের চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী নন ।।