এইদিন স্পোর্টস নিউজ,০৮ অক্টোবর : সংযুক্ত আরব আরব আমিরাত সফরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা । পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারতে হয় তাদের। মরুর দেশে এসে এই কদিনের মধ্যে চতুর্থবার হারের স্বাদ পেল আফ্রিকানরা । সবশেষ সোমবার রাতে আয়ারল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই হারের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সফর শেষ হলো প্রোটিয়াদের। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে ড্র করার পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টেম্বা বাভুমার দল।
আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে অলআউটের আশঙ্কা এড়িয়ে ৯ উইকেটে ২৮৪ রান করে আয়ারল্যান্ড । জবাবে ইনিংসের ২৩ বল বাকি থাকতে ২১৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অথচ সিরিজের প্রথম দুই ম্যাচে প্রোটিয়ারা জিতেছিল ১৩৯ ও ১৭৪ ম্যাচে। সেই দলটাই শেষ ম্যাচে সহজে হেরে গেল । আয়ারল্যান্ড শক্তিশালী সংগ্রহ পেয়েছে টপ অর্ডারের ব্যাটিং দৃঢ়তায়। হাফসেঞ্চুরি করেন অধিনায়ক পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। আইরিশ ওপেনার অবশ্য সেঞ্চুরিরও আভাস দিয়েছিলেন। কিন্তু ৯২ বলে ৮৮ রানে আউট হয়ে যান স্টার্লিং। ৪৮ বলে ৬০ রানে ফেরেন টেক্টর। এ ছাড়া অ্যান্ড্রু বালবির্নি ৭৩ বলে ৪৫, কার্টিস ক্যাম্ফার ৩৬ বলে ৩৪ ও লোরকান টুকার ২৮ বলে ২৬ রানে আউট হন।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল লিজাড উইলিয়ামস। ৫৬ রানে চার উইকেট নিয়েছেন তিনি। দুটি করে শিকার অ্যান্ডিলে ফেলুখায়ো ও ওটনিল বার্টম্যানের। বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। পরে ডুবিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। রান তাড়ায় শুরুতেই বড় ধাক্কা খায় তারা। ১০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে হারের প্রাথমিক বন্দোবস্ত করে ফেলে দক্ষিণ আফ্রিকা । পরে মিডল অর্ডারের কল্যাণে হারের ব্যবধান কিছুটা কমাতে পারে প্রোটিয়ারা। এক প্রান্ত আগলে রেখে দীর্ঘ সময় লড়াই চালিয়ে গেছেন জেসন স্মিথ। ৯৩ বলে ৯১ রান করেন তিনি। যা বিফলে গেছে। এ ছাড়া কাইল ভেরেনি ৩৬ বলে ৩৮, ত্রিস্টান স্টাবস ৪৫ বলে ২০ ও ফেলুখায়ো ২৮ বলে ২৩ রানে আউট হন। আয়ারল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন গ্রাহাম হুমে ও ক্রেইগ ইয়ং। দুটি শিকার মার্ক অ্যাডাইরের।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২৮৪/৯ (৫০ ওভার)।দক্ষিণ আফ্রিকা: ২১৫ (৪৬.১ ওভার)।ফল: আয়ারল্যান্ড ৬৯ রানে জয়ী।ম্যাচ সেরা: পল স্টার্লিং (আয়ারল্যান্ড)সিরিজ সেরা: লিজাড উইলিয়ামস (দক্ষিণ আফ্রিকা)।সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা।।