এইদিন স্পোর্টস নিউজ,০৪ জানুয়ারী : দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে কেপটাউনে প্রথম দিনে মাঠে নামে ভারত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিংয়ে নেমে হতাশ করেন ডিন এলগার। নিজের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে প্যাভিলিয়নে ফেরেন মাত্র ৪ রানে। এলগারের ব্যর্থতার দিনে মোহাম্মদ সিরাজের বোলিং দাপটে মাত্র ১৫ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়োজক দেশ । ম্যাচে সিরাজের ৬, জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমারের ২ উইকেটে মাত্র ৫৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান আসে কাইল ভেরেইনের ব্যাট থেকে। এছাড়া ১২ রান করেন ডেভিড বেডিংহাম।প্রথম দিন শেষে ৩৬ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা । প্রথম দিনে পতন হয়েছে মোট ২৩ উইকেটের। টেস্টে উদ্বোধনী দিনে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পতনের ঘটনা এটি। এর আগে ১৯০২ সালে প্রথম দিনে ২৫ উইকেটের পতন হয়েছিল। মেলবোর্নের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ।
প্রথম ইনিংসে জবাবি ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৭ রানের মাথায় শূন্য রানে আউট হন যশস্বী জয়সওয়াল। শুরুতে উইকেট হারালেও রোহিত শর্মা, শুভমান গিলদের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল ভারত। সেই পথেই এগুচ্ছিল টিম ইন্ডিয়া । কিন্তু দলীয় ১৫৩ রানের মাথায় বদলে যায় দৃশ্যপট। ১১ বলের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে সেই ১৫৩ রানেই অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে।
৯৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ভালো শুরুর আভাস দিলেও ব্যক্তিগত ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন ডিন এলগার। এরই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ইনিংস খেলে ফেলেন এলগার। দিনের শেষ বিকেলে আরও দুই উইকেট হারায় প্রোটিয়ারা। এইডেন মার্করামের ৩৬ রানে ভর করে ৩ উইকেটে ৬২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার সর্বশেষ খবর অনুযায়ী জাসপ্রিত বুমরাহের নবম পাঁচ উইকেট কেপটাউনে ভারতকে জয়ের লক্ষ্যে এগিয়ে দিয়েছে । ১২৯ রানে ৭ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্ক ৭৮ রানে এবং কাগিসো রাবাদা ১ রানে ক্রিজে রয়েছেন ।।