এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ অক্টোবর : বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ার পর ভারতের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট প্রশাসক হিসেবে আবার ফিরে যাচ্ছেন সেই রাজ্যেই । দুই সপ্তাহ আগে পর্যন্ত আভাষ ছিল দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হতে পারেন সৌরভ। কিন্তু আচমকাই দৃশ্যপট বদলে যায় । ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার রজার বিনিকে বোর্ড সভাপতি হিসাবে নাম সামনে আসে । তিনি মনোনয়নপত্র জমাও দিয়েছেন । এদিকে বিসিসিআইয়ের রাশ হাত থেকে চলে যাওয়ার পর সৌরভের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উঠছিল । শেষ পর্যন্ত মুখ খুললেন তিনি ।
জানা যাচ্ছে,২০১৯ সালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার আগে যেখানে ছিলেন, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলেই (সিএবি) ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলি । বিষয়টি নিশ্চিত করে সৌরভ পিটিআইকে বলেন,’হ্যাঁ, সিএবি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আগেও পাঁচ বছর কাজ করেছি। আইন অনুসারে আরও চার বছর করতে পারব। ২০ অক্টোবরের মধ্যে প্যানেল চূড়ান্ত করে ২২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা আছে ।’
সৌরভ পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত । এরপর তিন বছর কাটিয়েছেন বিসিসিআইতে। গত মাসে সুপ্রীম কোর্ট ক্রিকেট প্রশাসকদের মেয়াদ বৃদ্ধির বিষয়ে একটি রায় দেন। রায়ে বলা হয়, একজন প্রশাসক রাজ্য সংস্থায় ছয় বছরের পর বোর্ডেও ছয় বছর দায়িত্বে থাকতে পারবেন। বাধ্যতামূলক বিরতি কার্যকর হবে ১২ বছর পর। আদালতের নির্দেশনা অনুসারে, ২০২৬ পর্যন্ত ক্রিকেট প্রশাসনে কাজ চালিয়ে যেতে পারবেন সৌরভ। বর্তমান প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া চলে যাচ্ছেন আইপিএল গভর্নিং কাউন্সিলে । তাঁর পর এই পদে নির্বাচিত হওয়ার কথা ছিল সৌরভের দাদা স্নেহাশিষ গাঙ্গুলীর । এখন ভাই সৌরভের কারনে তিনি নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ।।