এইদিন ওয়েবডেস্ক,২৭ জুলাই : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। চেয়ারম্যান হিসাবে সৌরভ গাঙ্গুলী নির্বাচিত হতে চলেছেন বলে জোর জল্পনা শুরু হয়ে গেছে । চলতি বছরের নভেম্বরে নতুন চেয়ারম্যান পদে নির্বাচন করতে চলেছে আইসিসি । যার জন্য অনুমোদন দিয়েছে তাঁরা । মঙ্গলবার বার্মিংহামে এক বৈঠকের পর আইসিসি জানিয়েছে যে গ্রেগ বার্কলির মেয়াদ শেষ হতে চলেছে । এরপর খুব সহজ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ।
নতুন চেয়ারম্যানের মেয়াদ হবে চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরের ১ তারিখের মধ্যবর্তী সময় থেকে দুই বছরের জন্য। আইসিসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য আর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই। এখন যে প্রতিযোগী ৫১ শতাংশ ভোট পাবে তাকেই বিজয়ী নির্বাচিত করা হবে । বর্তমানে প্রার্থীকে নির্বাচিত হতে ১৬ সদস্য বিশিষ্ট বোর্ডে মাত্র ৯ টি ভোটের প্রয়োজন হয়।
এদিকে বার্কলির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আইসিসির পরবর্তী চেয়ারম্যান হতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়ে গেছে । তাঁকে চেয়ারম্যান পদের জন্য অন্যতম শক্তিশালী দাবিদার বলেও মনে করা হচ্ছে । কারন অনেক দেশই সৌরভ গাঙ্গুলীর সমর্থন করতে পারে বলে খবর । যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ।।