এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ সেপ্টেম্বর : সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহকে ২০২৫ সাল পর্যন্ত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) প্রধান হিসাবে কাজ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তাঁরা দুজনেই গত ২০১৯ সাল থেকে দায়িত্বে রয়েছেন । গত মাসে তাঁদের মেয়াদ শেষ হয়েছে । আর এই বিষয়টি মাথায় রেখেই বুধবার বোর্ড সভাপতি ও সচিবের কার্যকাল বাড়ানোর অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত ৷
বিচারপতি আর এম লোথা কমিটি বিসিসিআইকে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে নিয়ন্ত্রণ করতে কিছু সংস্কার এনেছে । সুপ্রিম কোর্ট তা মেনেও নিয়েছে। লোথা কমিটির সুপারিশ অনুযায়ী, যে বা যারা টানা ৬ বছর অর্থাৎ ৩ বছর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে এবং পরবর্তী ৩ বছর বিসিসিআই-এর দায়িত্বে রয়েছেন, তাদের অবশ্যই কয়েক বছরের জন্য বিরতি(cooling-off) নিতে হবে । তারপরে তাঁরা পদে ফিরে আসতে পারবেন ।।