এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৬ আগস্ট : তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে বাংলার “মামা” বললেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । প্রসঙ্গত,যেকোনো ইস্যুতে বিরোধীদের নিশানা করতে কুণাল ঘোষের জুড়ি মেলা ভার । প্রায়শই তাকে সংবাদ মাধ্যমের সামনে এসে বিরোধীদলগুলি বিশেষ করে বিজেপিকে আক্রমণ করতে দেখা গেছে । কিন্তু ইদানিং নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছেন কুণালবাবু । । পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করায় আগেই কুণাল ঘোষকে তাঁর দল সেন্সর করেছিল । আর এই কারনেই ‘অভিমানী’ কুণালবাবু নাকি আর দলের হয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলছেন না বলে খবর । এনিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা ।
শুক্রবার জয়রামবাটি যাওয়ার পথে জয়পুরে চা পানের সময় সৌমিত্র খাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কুনাল ঘোষ আমাদের মামা । কুনালদাকে একটা জায়গা দেবার জন্য আমরা তৈরি হচ্ছি । কুনালদা বিজেপিতে আসবেন কিনা তা উনিই ঠিক করুন । উনি সব বুঝতে পারেন,সব জানেন ।’ এরপর তিনি হেঁসে বলেন, ‘কুনালদা বাংলার মামা৷ যদি উনি বিজেপিতে আসতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন । কারন এরপর আর জায়গা থাকবে না ।’।