এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ জুলাই : প্রবীণ স্বাধীনতা সংগ্রামীরা পেনশনের জন্য বিভিন্ন অফিসের দরজায় দরজায় ঘুরে বেড়ালেও তাদের পেনশন মেলে না । কিন্তু রাজনৈতিক দলের নেতাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য সরকারি কোষাগার থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হয়, আর ওই টাকা আসে সাধারণ মানুষের ট্যাক্স থেকে । গান্ধী-নেহেরু পরিবারের সদস্যরা আজও বিলাসবহুল জীবনযাপন চালিয়ে যাচ্ছে সরকারি কোষাগারের টাকায় । শুধুমাত্র তাদের সরকারি বাংলোর ভাড়া বাবদ করতে হয় প্রতিবছর ১০০-১২০ কোটি টাকা । আজ না হয় কাল, কংগ্রেস এবং গান্ধী পরিবারকে তাদের ব্যক্তিগত ব্যবহার/ব্যয়ের জন্য সরকারী কোষাগার থেকে ১০০-১২০ কোটি টাকা হিসাব দেশের কাছে জবাবদিহি করতে হবে।
সোনিয়া গান্ধী থাকেন ১০ জনপথের সরকারি বাংলোয় । যার আয়তন ১,৬৩,৪০৮ বর্গফুট। ওই এলাকায় ভাড়ার সর্বনিম্ন বাজারদরে একটি বাংলোর ভাড়া মাসে ৩ থেকে ৪ কোটি টাকা। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা থাকেন লোধি এস্টেটের সরকারি বাংলোয় । তার আয়তন ২৯,৭৬৩ বর্গফুট। ওই এলাকায় ভাড়ার সর্বনিম্ন বাজার হারে একটি বাংলোর ভাড়া প্রায় দেড় থেকে দুই কোটি টাকা। তুঘলক রোডে রাহুল গান্ধী যে সরকারি বাংলোতে থাকেন তার আয়তন ৫৪,০৬৩ বর্গফুট। সেই এলাকায় ভাড়ার সর্বনিম্ন বাজার হারে একটি বাংলোর ভাড়া প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। এভাবে প্রতি মাসে গড়ে প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা খরচ হচ্ছে দেশের জনগণের কষ্টার্জিত টাকা শুধু সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার বাংলো ভাড়া বাবদ। তার মানে প্রতি বছর প্রায় ১০০-১২০ কোটি টাকা।
উল্লেখ্য, গান্ধী পরিবারে এখন মাত্র ৬ জন সদস্য। সোনিয়া গান্ধী, ছেলে রাহুল এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, ভাদ্রা এবং জামাই ও ২ নাতিনাতনি সহ গান্ধী পরিবারে মোট ৬ জন সদস্য রয়েছে । এই ৬ সদস্যের কেউই সাংবিধানিক পদে নেই। সুতরাং, কংগ্রেসের ব্যাখ্যা করা উচিত কেন ৬ সদস্যের গান্ধী পরিবার দেশের সবচেয়ে মূল্যবান প্রায় ২.৫ লক্ষ বর্গফুট জমিতে ৩ টি আলাদা বাড়িতে বসবাস করে প্রতি বছর দেশের কোষাগারে প্রায় ১০০-১২০ কোটি টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, ভিপি সিং, চন্দ্রশেখর, দেবগৌড়া, আইকে গুজরালের সন্তানেরা এখনো স্বাভাবিক ঘরেই বসবাস করছেন ।দ্বিতীয়ত, নিরাপত্তার কারণে গান্ধী পরিবারকে উপরের উদাহরণের সাথে তুলনা করা না গেলেও, তিনটি বাংলোর মধ্যে ২৯,৭৬৩ বর্গফুট জমির উপর নির্মিত বাংলোটিতে দুটি নাবালক শিশু সহ মোট ৬ জন লোক বাস করবে? এটি কি সামন্ত ও রাজকীয় চিন্তাধারার উদাহরণ নয় ?