এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ জুন : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ছেলে মঙ্গলকোটের বাসিন্দা প্রশান্ত দাসকে ৭ বছরের কারাদন্ডের আদেশ দিল আদালত । সেই সঙ্গে দু’ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও দু’মাস কারাদন্ডের নির্দেশ দেন বিচারক । বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ফাস্ট ট্রাক আদালতের বিচারক পিনাকি এই মিত্র সাজা ঘোষণা করেন ।
জানা গেছে, ধৃত প্রশান্ত দাসের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কামারপাড়া গ্রামে । তাঁরা দু’ভাই । প্রশান্ত ছোট । তাঁদের আড়াই বিঘা পৈতৃক জমি রয়েছে । ওই জমিত ভাগ বাটোয়ারা নিয়েই ঘটনার বেশ কিছুদিন আগে থেকে বাবা বিদেশী দাসের সঙ্গে তাঁর ঝুটঝামেলা চলছিল । ঘটনাটি ২০১৮ সালের ৫ জুলাই ঘটে বলে জানা গেছে ।
পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে, ওইদিন বিকেলে প্রশান্তর সঙ্গে তাঁর বাবার ফের একপ্রস্থ বচসা বাধে । বচসার মাঝে বৃদ্ধ বিদেশীবাবুকে একটা বাঁশ দিয়ে বেদম পেটায় তাঁর ছোট ছেলে । মাথাসহ হাতে ও পায়ে চোট পান ওই বৃদ্ধ । তারপর তাঁকে গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু দিন চারেক পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।
এই ঘটনায় মৃতের বড় ছেলে সুশান্ত দাস তাঁর ভাইয়ের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেতেই পুলিশ প্রশান্ত দাসকে গ্রেফতার করে । তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রজু করে পরের দিন কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ । বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেন । তখন থেকে জেলবন্দি রয়েছেন ধৃত প্রশান্ত দাস । এরপর গত বুধবার ধৃতকে দোষী সব্যস্ত করে আদালত । এদিন সাজা ঘোষণা হয় ।।