এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ মার্চ : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোক্ষম ফাঁস ফেঁসে গেলেন মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের এক সময়ের হেভিওয়েট নেতা পার্থ চ্যাটার্জি । কারন শ্বশুরের বিরুদ্ধেই রাজসাক্ষী হলেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। বিশেষ ইডি আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য কল্যাণময় আবেদন করেন সম্প্রতি । সেই আবেদন মঞ্জুরও হয়েছে । ইতিমধ্যে তার গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশও জারি হয়েছে । তবে এই দুর্নীতি থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি আর্জিও জানিয়েছেন ইডি আদালতে ।
প্রসঙ্গত,নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক-সহ যে ১২ জনের নাম ছিল তাদের মধ্যে অন্যতম কল্যাণময় । ২০২২ সালে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। পার্থর মেয়ে ও জামাই কল্যাণময় সংস্থা ও ট্রাস্টের মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হত । আমেরিকার নিউ ইয়র্কে বসে বসে সব নিয়ন্ত্রণ করতেন কল্যাণময় । এভাবে দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল বলে দাবি ইডির । তাকে জেরার মুখেও পড়তে হয় । কল্যাণময় ভট্টাচার্যর বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি হয় । ফলে শ্বশুরের কথা শুনে এই দুর্নীতিতে জড়িয়ে চরম বিপাকে পড়ে যান তিনি । এখন রাজসাক্ষী হয়ে শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়কে কার্যত আরও ফাঁসিয়ে দিলেন খোদ নিজের জামাই ।।