এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৪ নভেম্বর : সংখ্যাগুরু মুসলিমদের দ্বারা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত আছে বাংলাদেশে । বিগত দু’দিন ধরে কোথাও প্রতিমা ভাঙচুর ও মন্দির দখলের ষড়যন্ত্র এবং কোথাও হিন্দু বাড়িতে হামলার খবর পাওয়া গেছে । বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরের চ্যানেল হিন্দু নিউজ জানিয়েছে,বাংলাদেশের কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালি মন্দিরে গত ২১ শে নভেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করেছে আলিনুর নামে এক জিহদি ।
স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের পুলিশের হাতে তুলে দেয় । প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশের পাশাপাশি অভিযুক্ত ব্যাক্তির কঠোর শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। পাশাপাশি শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ বাংলাদেশের কুড়িগ্রামের দুর্গাপূর ইউনিয়ন পরিষদ থেকে পূর্ব দিকে ৪ কিলোমিটার দূরে উলিপুরের যমুনা সরকার পাড়া সার্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায় স্থানীয় মুসলিমরা ।
এছাড়া, প্রায় ২০০ বছর আগে থেকে বড়কাঁচি, বিপুলাসার, মনোহরগঞ্জের প্রবাদ পুরুষ শ্রী শ্রী হরি কমল গোস্বামীর ভজনস্থল ও সেবা শ্রমের আশ্রম দখল করে নেওয়ার ষড়যন্ত্র চালানোর অভিযোগ উঠছে স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে ৷ বলা হয়েছে,ওই আশ্রমে
এলাকার সনাতনী সমাজ পূজা অর্চনা ও প্রতি বছর বাৎসরিক মহোৎসব অনুষ্ঠান করে আসছে । সম্প্রতি একটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশ এই সেবাশ্রম দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ । এরই অংশ হিসেবে সম্প্রতি সেবাশ্রমের জায়গায় উপর দিয়ে রাস্তা নির্মান করে তারা ৷
প্রতিবেদনে বলা হয়েছে,এলাকার রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের নিয়ে এনিয়ে অবিহিত করার পরেও রাতের অন্ধকারে অবৈধ ভাবে রাস্তা নির্মান করে দিয়েছে । পরে মনোহরগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনকে অবহিত করার পরে, গত শুক্রবার (২২ নভেম্বর) নাথেরপেটুয়া ফাঁড়ি থানায় একটা বৈঠক ডাকা হয় । বৈঠকে এই ষড়যন্ত্র আটকানোর আহ্বান জানায় স্থানীয় হিন্দুরা ৷ এছাড়া বাংলাদেশের পঞ্চগড়ের মালিগাঁও তেঁতুল তলা আটোয়ারীতে শনিবার রাত ১১:৩০ নাগাদ বেশ কয়েকজন হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে ।।