এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৫ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের পিলা পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের পাশে “ললিতা বিল” নামে পরিচিত একটি বিরাট জলাশয়ের কচুরি পানার মধ্য থেকে উদ্ধার হল বস্তা বস্তা ভুয়ো আধার কার্ড । ওই আধারকার্ড গুলি অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের নামে তৈরি করা হয়েছিল । তার মধ্যে আমির হোসেন শেখ, জাকির শেখ, ফতেমা বিবি, নাসিনা খাতুন,সুলতান শেখ ও তানিয়া মল্লিকের নাম পড়ে শোনান গ্রামবাসীরা ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ আধারকার্ডগুলি উদ্ধার করে নিয়ে গেছে । তবে কে বা কারা আধারকার্ডগুলি বস্তায় ভরে ফেলে পালিয়েছে তা এখনো স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে খবর,মুসুর কলাই চাষ শুরু করার আগে আজ বুধবার বাবু দাস ও বাসুদেব ঘোষ নামে দুই খেতমজুর শ্রীরামপুরের ললিতা বিলে কচুরি পানা পরিষ্কার করতে নেমেছিলেন । সেই সময় পানা চাপা বেশ কয়েকটি বস্তা নজরে পড়ে তাদের । বাসুদেববাবু বলেন,’আজ সকাল সাতটার সময় এসে পানা পরিষ্কার করছিলাম৷ বেলা নটার সময় পানার মধ্যে দু’তিনটে বস্তা দেখতে পাই । আমরা দুটো বস্তাকে ঠেলে ফেলে দিলাম । মানুষের মৃতদেহ ভরা আছে নাকি দেখতে আমরা একটা টেনে নিয়ে এলাম পারে । তারপর বস্তা খুলেই দেখি সব আধার কার্ড ।’
শ্রীরামপুর গ্রামের বাসিন্দা দেবব্রত মণ্ডলের অনুমান, অবৈধ অনুপ্রবেশকারীদের নামেই ওই সমস্ত আধার কার্ড তৈরি করা হয়েছিল । এস আই আর চালু হওয়ার পর ধরা পড়ার ভয়ে সম্ভত সেগুলি বস্তায় ভরে বিলের জলে ফেলে পালিয়েছে বলে মনে হয় । বিলের গভীরে আরও বস্তা ভর্তি আধার কার্ড থাকতে পারে বলে সন্দেহ তার । তবে বিলের জলে সাপের উপদ্রপের কারনে আর কেউ নামতে চাননি বলে তিনি জানান ।বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি ফেসবুকে লিখেছেন, ‘বিশেষ নিবিড় সংশোধনের মাত্র দু দিন কাটতে না কাটতে পূর্বস্থলি উত্তর বিধানসভার রাস্তা ঘাটে , পুকুর পাড়ে ভুয়ো আধার কার্ডের মেলা।’

