দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ মার্চ : প্রশ্নের উত্তর না বলায় এক পরীক্ষার্থীকে বেদম পেটালো তার কয়েকজন সহপাঠী । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া কাশীরামদাস বিদ্যায়তন পরীক্ষাকেন্দ্রে ৷ সহপাঠীদের মারে নাক মুখ ফেটে যায় কাটোয়ার একাইহাট এলাকার বাসিন্দা রুপম ব্রহ্ম নামে ওই পরীক্ষার্থীর । কাটোয়া মহকুমা হাসপাতালে তার চিকিৎসা করানো হয় । যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত এনিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি । প্রসঙ্গত,মঙ্গলবারও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল কাটোয়ার অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে । টুকলি নিয়ে বিবাদের জেরে আক্রান্ত বন্ধুকে বাঁচাতে গিয়ে পরীক্ষাকেন্দ্র চত্বরের মধ্যেই আক্রান্ত হয়েছিল শুভম ঘোষ নামে এক পরীক্ষার্থী । তার কয়েকজন সহপাঠী মিলে তাকে ধরে বেদম পিটিয়েছিল । পরীক্ষা কেন্দ্রের ভিতরে এভাবে বারবার মারধরের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।
এদিন ছিল মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ।কাটোয়া শহরের ভারতীভবন উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র রুপম বলে, ‘আমি এক মনে লিখছিলাম। সেই সময় আমার আশেপাশে যারা বসে যারা পরীক্ষা দিচ্ছিল তারা প্রশ্নের উত্তর বলে দেওয়ার জন্য জোরাজুরি করছিল । আমার তখনও লেখা শেষ হয়নি । তাই তাদের অপেক্ষা করতে বলেছিলাম । তখন তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় । আর পরীক্ষা শেষে আমি বাইরে আসতে কয়েকজন মিলে আমার উপর চড়াও হয়ে এলোপাথাড়ি চড়, ঘুঁসি মারে ।’
জানা গেছে,সহপাঠীদের মারে নাক,মুখ ফেটে যায় রুপমের । তখন পরীক্ষা কেন্দ্রের বাইরেই অপেক্ষা করছিলেম তার বাড়ির লোকজন । রুপমকে রক্তাক্ত অবস্থায় দেখে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন । এরপর বাড়ির লোকজন ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যায় । কাশীরাম দাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক কমলাকান্ত দাস জানিয়েছেন,বিষয়টি ভারতীভবন উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়েছে ।।