এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৮ অক্টোবর : শনিবার সকাল সাড়ে ৬ টা থেকে দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন ‘হামাস’ । কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটের(আই এস আই এস)-এর কায়দায় নিরীহ ইসরায়েলিদের উপর নৃশংসতা চালাচ্ছে তারা । নিজেদের সেই নৃশংসতার দৃশ্য ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছে । তাতে দেখা গেছে যে ঘরের মধ্যে ইসরায়েলি নাগরিকদের বন্দি করে শিরোচ্ছেদ করছে জঙ্গিরা । নির্বিচারে গুলি চালাচ্ছে সাধারণ মানুষের উপর । বহু মহিলা ও শিশুকে অপহরণ করেছে,যদিও তাদের কি পরিনতি হয়েছে তা স্পষ্ট নয় । তবে এক জার্মান তরুনীর উপর নৃশংসতা সব কিছুকে ছাপিয়ে গেছে । তরুনীকে নির্মমভাবে প্রাণে মেরে তার নগ্ন দেহ গাড়িতে চাপিয়ে ঘোরাতে দেখা গেছে হামাসের সন্ত্রাসীদের । বিশ্বের অমুসলিম সম্প্রদায়ের মানুষ হামাসের এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হলেও, মুসলিম ও তথাকথিত বামপন্থীরা হামাসের সমর্থনের জন্য এগিয়ে এসেছে । আর ওই তালিকায় রয়েছে আমেরিকান-লেবানিজ পর্ণ তারকা মিয়া খলিফা, ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর, প্রাক্তন অভিনেত্রী গওহর খান পাকিস্তান কমিটির চেয়ারম্যান আহমেদ হাসান বোল্ডাক,সীতারাম ইয়েচুরি এবং ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই) সাধারণ সম্পাদক দীপশিতা ।
ইনস্টাগ্রাম স্টোরিজে স্বরা ভাস্কর লিখেছেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, ফিলিস্তিনিদের বাড়ি-ঘর জোরপূর্বক দখল, জোরপূর্বক উচ্ছেদ, বসতি স্থাপনকারী ইসরাইলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যার ঘটনায় আপনি যদি শোক ও আতঙ্ক অনুভব না করেন,কয়েক দশকের দীর্ঘ অবরোধ এবং গাজা এবং গাজার বেসামরিক নাগরিকদের উপর বোমাবর্ষণ, স্কুল ও হাসপাতালে বোমাবর্ষণ সহ (বর্ণবাদ এবং দখলদারিত্বের কথা না বললেই নয়), তাহলে আমি ভয় পাচ্ছি যে ইসরায়েলে হামাসের আক্রমণে আপনার ধাক্কা এবং আতঙ্ক কিছুটা ভণ্ডামি বলে মনে হচ্ছে ।’
ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই) সাধারণ সম্পাদক,দীপশিতা প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন করেছেন। তাদের মূল সংগঠন কমিউনিস্ট পার্টির প্রধান সীতারাম ইয়েচুরিও ফিলিস্তিনকে সমর্থন করেছেন এবং হামাসের হামলার কথাও কোথাও উল্লেখ করেননি।
অভিনেত্রী গওহর খান হামাসের সমালোচনা করার পরিবর্তে লিখেছেন,’নিপীড়ক কবে থেকে শিকার হল ?’ যদিও তার এই পোস্টের পরই এখন গওহরকে ট্রোল করছেন মানুষ । লেবানিজ- আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফাও হামাসের এই হামলাকে সমর্থন করেছেন। মিয়া হামাসের ফিলিস্তিনি সন্ত্রাসীদের ইসরায়েলে হামলার ছবি পোস্ট করে লিখেছেন যে ‘এটি নবজাগরণের ছবি’ ।
তবে সব কিছুকে ছাপিয়ে হামাসের কায়দায় ভারতেও হামলা চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের ‘ন্যাশনাল পিস কমিটি ফর ইন্টারফেইথ হারমোনি’-এর চেয়ারম্যান বলে দাবি করা আহমেদ হাসান বোল্ডাক । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের জবাবে লিখেছেন,’ভারত, প্রস্তুত হও ! পাকিস্তানও শীঘ্রই একইভাবে আপনাদের অভিমান ভাঙবে ।’।