এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৮ জুন : আইসিডিএস কেন্দ্রের খিচুড়ি থেকে বের হল সেদ্ধ হওয়া আস্ত একটি সাপ । এদিকে ততক্ষণে বিলি করা খিচুরি খেয়ে ফেলেছে কেন্দ্রের শিশু ও প্রসূতিরা । সেভাবে কারোর মধ্যে কোনো অসুস্থতার লক্ষ্মণ দেখা না গেলেও তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের ৮ নং ওয়ার্ডের গাবডোবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ওই আইসিডিএস কেন্দ্রের অন্তর্গত ৭০ জন শিশু ও ২৫ জন মহিলাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে । মহিলাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা রয়েছেন বলে জানা গেছে ।
জানা গেছে,গাবডোবা এলাকার ওই আইসিডিএস কেন্দ্রে এসে খিচুড়ি নিয়ে বাড়ি চলে যায় মহিলা ও শিশুরা । অধিকাংশ জন তা খেয়েও ফেলে । কিন্তু এক মহিলা কৌটোয় আনা খিচুড়ি থালায় ঢালতেই দেখেন মিশে রয়েছে সিদ্ধ হওয়া ছোট প্রজাতির সাপ । এদিকে এই ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । কেউ কেউ আতঙ্কে বমি করতে শুরু করে । তড়িঘড়ি সকলকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় । তবে দুপুর পর্যন্ত কারোর মধ্যেই বিষক্রিয়ার ঘটনা ঘটেনি বলে জানা গেছে ।।