এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ সেপ্টেম্বর : বিলুপ্তপ্রায় জখম কেউটে সাপকে উদ্ধার করে প্রাণ বাঁচালেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সর্পপ্রেমী যুবক । বুধবার দুপুরে হুম কুমার রানা নামে ওই যুবক ভাতার থানার কুলচন্ডা রেলগেট সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করেন । পরে প্রাথমিক চিকিৎসার পর সাপটি বর্ধমান শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয় ।
হুম রানা বলেন,’এদিন দুপুর প্রায় ২ টো নাগাদ আমার মোবাইলে একটি ফোন আসে । বলা হয় কুলচন্ডা রেলগেট সংলগ্ন এলাকায় একটি জখম সাপকে ঘোরাঘুরি করতে দেখা গেছে । খবর পেতেই আমি সেখানে গিয়ে দেখি সাপটির মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে । সেখান থেকে রক্ত ঝরে পড়ছে । কোনও বেজি বা নেউল সাপটিকে হামলা করেছে বলে মনে হয় ।’ তিনি বলেন, ‘সাপটি উদ্ধার করে নিয়ে আসার পর আমি বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি নামে বর্ধমান শহরের ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দিই । খবর পেতেই সংগঠনের কর্মকর্তা অর্নব দাস ও রতন দাসরা বাইকে চড়ে ভাতার আসেন । ওনারা এসে সাপটিকে পরপর দুটি ইঞ্জেকশন করেন । তারপর তাঁরা সাপটি বর্ধমান নিয়ে চলে যান ।’
দেখুন ভিডিও :
হুমবাবু জানান,ওই কেউটে সাপটির বিজ্ঞানসম্মত নাম মনক্লেড কোবরা বা নাজা কাউথিয়া (monocled cobra বা Naja kaouthia) । বিষাক্ত এলপিড (elpid) প্রজাতির এই সাপটিকে সাধারনত দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব এশিয়ায় দেখা যায় । বর্তমানে সাপটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে । দীর্ঘ কয়েক বছর বাদে ফের একবার এলাকায় এই সাপের দেখা মিললো । ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনসারভেশন অফ নেচার(IUCN) ইতিমধ্যে ওই প্রজাতির সাপটিকে লাল তালিকাভুক্ত করেছে । তিনি জানান,এদিন উদ্ধার হওয়া সাপটিকে সুস্থ করে তোলার পর কোনও নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে ।।