দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১১ মার্চ : ফের এক বিষধর সাপকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের বাসিন্দা সর্পপ্রেমী যুবক হুম কুমার রানা । জানা গেছে,ভাতার থানার বড়বেলুন গ্রামের বাসিন্দা পেশায় কৃষক বিপদতারণ পালের বাড়ির ঠিক পাশেই একটি মাঠে শব্জি লাগিয়েছেন । গরু ছাগল আটকানোর জন্য মাঠটি নাইলনের নেট দিয়ে ঘিরে রেখেছেন তিনি । এদিন দুপুরে ফোঁস ফোঁস আওয়াজ শুনে তাঁর পরিবারের লোকজন বাগানে এসে দেখেন ফুট পাঁচেকের একটি গোখরো সাপ(Naja naja) জালের মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে । সাপটি যতই নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে ততই জালের নাইলনের সুতো তার শরীরে চেপে ধরছে । কিন্তু পরিবারের লোকজন সাপটির ধারে কাছে যেতে সাহস করেননি । পরিবর্তে তাঁরা হুমবাবুকে ফোন করে বিষয়টি জানান ।
হুম রানা বলেন, ‘আমি তখন সবে স্নান সেরে ভাত খেতে বসেছি । সেই সময় ফোন আসে । তাই সাপটির প্রাণ বাঁচানোর তাগিদে ভাত ফেলে তৎক্ষনাৎ বাইক নিয়ে বড়বেলুনের উদ্দেশ্যে রওনা হই । গিয়ে দেখি সাপটির আঁশের ভিতরে চেপে ধরে আছে জালের নাইলনের সুতো । ব্লেডের সাহায্যে একটা একটা করে সেগুলি কেটে সাপটিকে জাল থেকে মুক্ত করি । তারপর পার্স্ববর্তী বাগানে সাপটিকে ছেড়ে দিয়ে আসি ।’ আর কিছুক্ষণ দেরি হলে সাপটিকে হয়তো আর বাঁচানো যেত না বলে জানিয়েছেন হুমবাবু । হুম রানার এই প্রকার মানবিক গুণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকার বাসিন্দারা ।।