এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ সেপ্টেম্বর : গাড়ির সাউন্ড সিস্টেমের ভিতরে ব্রাউন সুগার ও জালনোট ভরে পাচারের চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম কুমার প্রশান্ত (৩৪),নিজাম শেখ (২১) ও ইব্রাহিম শেখ (২৯)। ধৃতদের মধ্যে প্রথমজন বিহারের সোলপুর জেলার বাসিন্দা । বাকি দুঃজনের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মজমপুর এলাকায় । ধৃতদের কাছ থেকে ৩৫১ গ্রাম ব্রাউন সুগার,১ লক্ষ টাকা জাল নোট, ১ লক্ষ ১২ হাজার টাকা আসল নোট ও দুটি মোবাইল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তুলে পুলিশ ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ।
এদিন দুপুরে এনিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসিসহ অন্যান্য আধিকারিকরা । ডিএসপি প্রশান্ত দেবনাথ বলেন, ‘মঙ্গলবার রাতে এলাকায় সারপ্রাইজ নাকা চেকিং চালাচ্ছিল ইংরেজবাজার থানার পুলিশ । ইংরেজবাজার থানার কাটাগরে একটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছিল । তাই ওই এলাকার উপর কড়া নজর রাখা হচ্ছিল । সেই সময় বিবি ১১ এবি ১১৪৭ নম্বরের একটি গাড়ি কালিয়াচক থেকে বিহারের মুখে যাচ্ছিল । সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটকে তল্লাশি চালানো হয় । তখন গাড়ির ড্যাস বক্সের ভিতর থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় । ড্যাস বক্সের ভিতরে থাকা মিউজিক সিস্টেমের মধ্য থেকে উদ্ধার হয় ৩৫১ গ্রাম ব্রাউন সুগার । এছাড়া অন্য একটি ব্যাগ থেকে ১ লক্ষ ১২ হাজার টাকার আসল নোট উদ্ধার হয় । এছাড়া একটি সাধারন ফোন ও একটি স্মার্ট ফোন উদ্ধার হয়েছে ।’ তিনি বলেন, ‘উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা । ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ব্রাউন সুগার ও জাল নোট বাবদ তাঁরা ১ লক্ষ ১২ হাজার টাকা অগ্রিম নিয়েছিল । বাকি টাকা আনতে ও ওই সমস্ত মালপত্র হস্তান্তর করতেই বিহার যাচ্ছিলেন ।’ ধৃতদের জেরা করে চক্রের বাকিদের সন্ধান চালানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।