এইদিন ওয়েবডেস্ক,জৌনপুর,১৪ আগস্ট : দেশ বিরোধিতা ও ‘পাকিস্থান প্রেম’-এর পরিনতি যে এতটা ভয়াবহ হতে তা বোধহয় স্বপ্নেও কল্পনাও করতে পারেনি উত্তরপ্রদেশের ৩৩ জন কট্টরপন্থী মুসলিম ব্যক্তি । দেশ বিরোধিতা ও পাকিস্তানের সমর্থনে শ্লোগান দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের জৌনপুর ও প্রয়াগরাজের বাসিন্দা ওই ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ,১৫৩ বি,২৯৫ এ,১৮৮ ও ৫০০ ধারায় মামলা নথিভুক্ত করে জেলে পাঠানো হয়েছে । পাশাপাশি ১৩ অভিযুক্তের পরিবারের দ্বারা অবৈধভাবে দখল করে রাকা সরকারি জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে এবং মোট ১ কোটি টাকা ক্ষতিপূরণও আরোপ করা হয়েছে । ধৃতদের এক একজনের ৩২,০০০ টাকা থেকে শুরু করে ১৯.৮০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে । জবরদখল জমি খালি করা ও জরিমানার টাকা মিটিয়ে দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে । নির্দেশ অমান্য করলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,চলতি মাসের ২৯শে জুলাই ও পয়লা আগস্ট উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মীরগঞ্জ থানার গোধনা ও কিশুন্দাসপুর গ্রামে মহরমের শোভাযাত্রা বের করা হয়েছিল । সেই সময় পাকিস্তানের সমর্থনে স্লোগান দেয় মহরমে অংশ নেওয়া লোকজন । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন । ভিডিও খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে পুলিশ এবং ৩৩ জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় । ধৃতদের মধ্যে সাহিল আলী, ইদু, কাইফ, মোহাম্মদ ক্যাশ, মোহাম্মদ শরীফ, সেলিম, দিলশাদ, সাজকের ছেলে সঞ্জয়, তালিম, নওশাদ, মোহাম্মদ আলীসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রাম সমাজের জমি জবরদখলের অভিযোগ ওঠে ।
জানা গেছে,সেই সমস্ত জমি খালি করার জন্য গত শনিবার (১২ আগস্ট, ২০২৩) ওই পরিবারগুলির বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে দিয়ে আসেন মাছলি শহরের ডেপুটি তহসিলদার সন্তোষ কুমার যাদব । সেই সঙ্গে ওই ১৩ জন মিলে প্রায় ১ কোটি টাকা ক্ষতিপূরণও জারি করা হয় । সমস্ত অভিযুক্তকে এই ক্ষতিপূরণ ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি দখল অপসারণ না করা এবং ক্ষতিপূরণের টাকা জমা না দেওয়া হয় তাহলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।।