এইদিন ওয়েবডেস্ক,জোহানেসবার্গ,২৫ আগস্ট : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনৈতিক শক্তির গ্রুপ ‘ব্রিকস’ আগামী বছর আনুষ্ঠানিকভাবে ইরানসহ আরও ছয়টি দেশকে এই গ্রুপের সদস্য হিসেবে গ্রহণ করবে । দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি বৃহস্পতিবার রাশিয়া, চীন, ব্রাজিল ও ভারতের নেতাদের সাথে যৌথ সংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন । ওই ৬ দেশ হল ইরান,সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা । নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আগামী বছর জানুয়ারি থেকে ওই দেশগুলিকে এই গ্রুপের সদস্য হিসাবে গ্রহণ করতে সম্মত হয়েছে ‘ব্রিকস’ ভুক্ত ৫ দেশ ।
ব্রিকস সম্প্রসারণ বিতর্ক দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এই গ্রুপের তিন দিনের বৈঠকের আলোচ্যসূচিকে উঠে আসে এবং এই বিষয়ে গোষ্ঠীর সদস্যদের মধ্যে মত পার্থক্যও ছিল । ব্রিকস সম্প্রসারণের বিষয়ে বিশেষত এই গ্রুপের দুটি শক্তিশালী অর্থনীতি ভারত ও চীনের মধ্যে মত বিরোধ স্পষ্ট লক্ষ্য করা যায় । বেইজিং ব্রিকস সম্প্রসারণের মাধ্যমে তার প্রভাব বিস্তার করতে চায়, কিন্তু নয়াদিল্লি তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর অভিপ্রায় বুঝতে পেরে সম্প্রসারণের বিরোধিতা করে ।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কয়েক ঘন্টা পরে এই গ্রুপে ইরানের সদস্য হওয়ার খবর প্রকাশিত হয়েছিল ।।