এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৪ জানুয়ারী : মেঘালয়ে মহিলা ও শিশুসহ ৬ এবং আসামে ৬ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়েছে । মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ছয় বাংলাদেশী নাগরিককে আটক করেছে । ১৭২ ব্যাটালিয়নের বিএসএফ সৈন্যরা তাদের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে । এরপর একটি অনুসন্ধান অভিযান শুরু হয় এবং এই দলটিকে আটকানো হয়। ধৃতরা হল – ২৬ বছর বয়সী মহিলা, তার তিন সন্তান, ২৩ বছর বয়সী অন্য এক মহিলা এবং তার ৭ বছরের ছেলে ।
তদন্তে জানা গেছে যে ওই বাংলাদেশি দুই মহিলা কয়েক মাস আগে সন্তানকদের নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বেঙ্গালুরুতে গৃহকর্মী হিসেবে কাজ করছিল । কিন্তু সম্প্রতি বাংলাদেশিদের ধরপাকড় অভিযানে ভয় পেয়ে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফের হাতে ধরা পড়ে যায় । ধৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উমকিয়াং পুলিশ টহল চৌকিতে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স-এ লিখেছেন,’আসাম পুলিশ অনুপ্রবেশের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রেখেছে,৬ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে । তারা হল- জুমান, মহম্মদ সাহেব, হনুপা বেগম, মহম্মদ খলিল, সাইফুল রহমান ও রকি। তাদের সবাইকে অবিলম্বে সীমান্তের ওপারে ফিরিয়ে দেওয়া হয়েছে ।’ তিনি রাজ্য পুলিশের প্রশংসা করে লিখেছেন,’ভালো কাজ!’
এর দিন ৫-৬ আগে মেঘালয়্ব বিএসএফ ৫ বাংলাদেশী নাগরিককে আটক করেছে এবং বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্র পাচারের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করেছে ৷ ধৃতরা হল- মোঃ সাকিবুল বাসির (২০), আদনান মাহামোদ রোহিম (২২) এবং সজিব আহমেদ (১৭)।
প্রসঙ্গত,আসন্ন প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ ভারত- বাংলাদেশ সীমান্তে ২০ দিনের “অপস অ্যালার্ট” অনুশীলন শুরু করার সময় ওই দলটি ধরা পড়ে ।।