এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৭ মে : দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় হিজবুল-উল- মুজাহিদিনের (Hizb-ul-Mujahideen) সক্রিয় সন্ত্রাসবাদী ফারুক আহমেদ ভাটের (Abdul Gani Bhat) বাড়িতে তল্লাশি চালালো কাশ্মীর পুলিশের বিশেষ তদন্ত ইউনিট (Special Investigation Unit) । কুলগামের চেক দেসেন ইয়ারিপুরায় (Chek Desen Yaripora) বাসিন্দা ফারুক আহমেদ কুখ্যাত সন্ত্রাসবাদী আব্দুল গণি ভাটের (Farooq Ahmad Bhat) বাবা । ২০১৯ সালে কুলগামের কাটরোসা এলাকায় পাঁচজন পরিযায়ী শ্রমিককে হত্যা সহ বহু নাশকতায় অভিযুক্ত ফারুক আহমেদ । ওই সমস্ত মামলায় সে পুলিশের ওয়ান্টেড তালিকার রয়েছে । শনিবার তার খোঁজে বাড়িতে তল্লাশি অভিযান চালায় এসআইইউ । তবে ওই সন্ত্রাসবাদীর হদিশ পাওয়া যায়নি । পুলিশ জানিয়েছে,খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে ।
অন্যদিকে আজ রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৫ থেকে ৬ কেজি ওজনের একটি আইইডি সহ সন্ত্রাসবাদীদের একজন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ । একটি টুইট বার্তায়, কাশ্মীর পুলিশ জোন জানিয়েছে,ধৃতের নাম ইশফাক আহমেদ ওয়ানি । তার বাড়ি পুলওয়ামার আরিগামে । ধৃতের বিরুদ্ধে একটি মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।