প্রায় প্রতিদিনই মহাসমারোহে বসে চাঁদের হাট
হ্যামারফেস্টের সূর্য নয়, তবুও ঝলসানো তার রূপ!
আলোয় সজ্জিত মঞ্চে রামধনুর খেলা চলে দুরন্তপনায়,
প্রবল ব্যস্ততা অগ্রাহ্য করে উপস্থিত হয় সব জ্যোতিষ্ক,
যাত্রাপথে অনাহারি, ভিক্ষুক দেখার সময় নেই কারও
প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে হতেই হবে ধ্রুবতারা।
শহুরে সিগন্যাল আর ক্ষুধার্ত মুখের চাহিদা দূরে সরিয়ে
মঞ্চে উপস্থিত উজ্জ্বল নক্ষত্র,
করতালির শব্দ মুখরিত করে তোলে প্রেম বিরহের কাহিনী গাঁথায়,
আহা!বিরামহীন মুগ্ধতায় আবিষ্ট তোষামোদের দল,
উপযুক্ত সময়ে আলোকবর্ষ দূরের তারারা ছুটে আসে নক্ষত্রের দিকে—
সেলফির দৌরাত্ম্যে চাপা পড়ে শব্দ, বর্ণ, অনুভূতি
চোখ ধাঁধানো আলোয় চমকে দিয়ে সবাই চায় খ্যাতি,
অক্ষরগুলো নীরবে হাঁপিয়ে ওঠে ব্যথাতুর যন্ত্রণায়;
দিন যায়, মাস যায়, কেটে যায় বছরের পর বছর
‘কবিতা’ গোনে নিলামের হাত থেকে মুক্তির প্রহর।।