এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৬ নভেম্বর : কনভয় নিয়ে নিজের নির্বাচনী এলাকার একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল৷ কিন্তু রাস্তার মাঝে তাকে পড়তে হল বেজায় অস্বস্তিতে ৷ কয়েকজন এলাকার এক তৃণমূল নেতা সাংসদকে প্রশ্ন করেন,’স্যর,আমাদের আউশগ্রামের জন্য আপনি কি করেছেন ? ভোট দিয়ে জিতিয়েছি আপনাকে ?’ এরপর পানীয় জল ও রাস্তাঘাটের দুর্দশার কথা বলতেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংসদ । যে তৃণমূল কর্মী নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করছিলেন তাকে রীতিমতো হুমকি দিয়ে ক্যামেরা অফ করতে বাধ্য করেন সাংসদ অসিত মাল ।
জানা গেছে,আজ রবিবার আউশগ্রামের আলেফনগর গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠান ছিল । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ অসিত মাল । সাংসদের কনভয় গুসকরা ইলামবাজার সড়কপথ ধরে আলেফনগর গ্রামের দিকে যাচ্ছিল । সেই সময় আলেফনগর গ্রামের কাছে আউশগ্রাম অঞ্চলের ১০৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি শেখ হাসিরুদ্দিনসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী রাস্তার ধারে দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে সাংসদের জন্য অপেক্ষা করছিলেন । তাদের দেখতে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে তাদের কাছে আসেন সাংসদ অসিত মাল ।
সেই সময় শেখ হাসিরুদ্দিন হাত জোড় করে সাংসদকে জিজ্ঞেস করেন, “বলছি স্যর, আমাদের একটা দাবি আছে আপনার কাছে । আমাদের আউশগ্রামের জন্য কি করলেন ?” দলীয় নেতার মুখ থেকে এই প্রশ্ন শুনে কার্যত হতভম্ব হয়ে যান অসিত মাল । তিনি বলেন,”একটি ফুটবল খেলায় যাচ্ছি ।” তখন হাসিরুদ্দিনবাবু বলেন,”এটাই আমাদের দাবি । আর আপনাকে তো পাবো না ।” একথা শুনে হতভম্ব সাংসদকে কার্যত ভাষা হারিয়ে ফেলতে দেখা যায় । তখন তৃণমূলের ঝান্ডা হাতে একজনকে বলতে শোনা যায়, “রাস্তাঘাট, ড্রেন নেই ৷” একথা শুনে সাংসদকে কিছু বোঝানোর চেষ্টা করতে দেখা যায় । তখন শেখ হাসিরুদ্দিন বলেন,”আপনি তো আমাদের লোক । আমরা ভোট দিয়ে তো আপনাকে ৫ বছরের জন্য সাংসদ করেছি ।” এদিকে যিনি ভিডিও রেকর্ড করছিলেন তিনি সাংসদকে বলেন,”আপনাকে সংবর্ধনা দিলাম আপনাকে । আপনিই বলুন যে আপনি আমাদের একটাও টিউবওয়েল দিয়েছি ।” এরপর সাংসদ আঙুল উঁচিয়ে তার দিকে তেড়ে যান এবং বলেন, “আপনি ভিডিও করছেন কেন? আপনি কে ?” এরপর ভিডিও অফ হয়ে যায় । দেখুন ভিডিও 👇
শেখ হাসিরুদ্দিন সংবাদমাধ্যমকে বলেন,’আমাদের এলাকায় কোনো উন্নয়নই হয়নি । তাই আমরা শুধু জানতে চেয়েছিলাম, সাংসদ আমাদের অঞ্চলের উন্নয়ন কবে করবেন। তবে তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি যে তিনি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করবেন।’ এদিকে ৩৭ সেকেন্ডের ওই ভিডিও এখন মোবাইলে মোবাইলে ঘুরছে । ফলে ২০২৬ সালের বিধানসভার ভোটের ঠিক মুখেই বেজায় অস্বস্তিতে পড়ে গেছে শাসকদল।।
This Article is Written by Journalist Dibyendu Roy.

