এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৮ জানুয়ারী : সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট বলিউড’ ট্রেন্ড চলছে । দীর্ঘদিন ধরে হিন্দু ধর্ম ও হিন্দু দেবদেবীদের নিয়ে নেতিবাচক চিত্র তুলে ধরার অভিযোগেই মূলত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চালাচ্ছে দেশের হিন্দু সম্প্রদায়ের বড় অংশের মানুষ । যার জেরে সম্প্রতি আমির খান ও করিনা কাপুর খানের বিগ বাজেটের ছবি ‘লাল সিং চাড্ড’র মত ছবিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে হয়েছে । এর আগেও বেশ কয়েকটি বিগ বাজেটের বলিউড ছবিও ফ্লপের মুখ দেখেছে । যার জেরে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখোমুখি হতে হয়েছে বলিউডের পরিচালক ও প্রযোজকদের ।
আর এই বয়কট ট্রেন্ডের জন্য বলিউডকেই দায়ি করেছেন গায়ক সোনু নিগম । শুক্রবার তিনি টুইট করেছেন,’বলিউডের ছবির এই অবস্থার জন্য ইন্ডাস্ট্রি নিজেই দায়ী। কারণ, যুগ যুগ ধরে হিন্দুত্বের অপমান, যা মানুষ বুঝেছে, যতক্ষণ না থামবে, ততক্ষণ পরিস্থিতি একই থাকবে। টুইটারে উপস্থিত সকল সনাতনী যদি একমত হন, তাহলে “জয় শ্রী রাম” লিখে সমর্থন করুন ।’
সোনু নিগমের এই মতামত সমর্থন করেছেন সিংহভাগ মানুষ । রমেশ সিংহমান্টু লিখেছেন, ‘সঠিক! বলিউড থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কে? বলিউড ভারতের শাশ্বত সংস্কৃতি, হিন্দুদের বিশ্বাস, ভারত মাতার একতা ও অখণ্ডতা, বহু ধার্মিক, এমনকি একটি বিশেষ শ্রেণীর ক্ষত্রিয় যারা দেশের সার্বভৌমত্বের জন্য আত্মত্যাগ করেছে তাদের অপমান করার কাজ করেছে ।’
জনার্দন দুবে লিখেছেন, ‘দেশের মিডিয়াও বলিউডের পরিস্থিতির জন্য দায়ী । এই লোকেরা নগ্ন দৃশ্য দেখায় । এখন বাগেশ্বর বাবা সবার কথা বলা বন্ধ করে দিয়েছেন । একদিন সময় বদলাবে ।’ পান্ডুরাং আন্না পাওয়ার নামে এক ইউজার্স লিখেছেন,’জয় শ্রী রাম, বলিউড সর্বদা হিন্দুদের নিয়ে মজা করেছে, অবমাননাকর বিষয়বস্তু প্রচার করেছে, দেব-দেবীকে সেকেলে বানানোর ষড়যন্ত্র করেছে ।’ রাজীব শ্রফ লিখেছেন,’রামা দীর্ঘজীবী হোক। যাইহোক, এই সুনীল শেঠি কি বলিউড গ্যাংয়ের দালাল, যিনি তার সুপারিশ করছেন ।’
শুধু বলিউডকে দায়ি করে চুপ থাকেননি সোনু নিগম । বরঞ্চ তিনি বাগেশ্বর ধামের মহন্ত ধীরেন্দ্র শাস্ত্রীর সমর্থনেও মুখ খুলেছেন । শনিবার তিনি টুইট করেছেন,’ইতিহাসে এই প্রথমবার কেউ নিউজ চ্যানেল,বলিউড বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে জব্দ করে দিয়েছেন । , রাম ভক্ত হনুমান জির ভক্ত বাগেশ্বর ধামের উদ্দেশ্য পবিত্র । আমি তার সাথে আছি, আপনিও যদি তাঁর সাথে থাকেন তাহলে মন্তব্যে “জয় শ্রী রাম” লিখে তাকে দৃঢ়ভাবে সমর্থন করুন ।’।