এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৬ ফেব্রুয়ারী : জীবনাবসান হল গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ীর । বুধবার মুম্বাইয়ের ক্রিটকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর ৷ গত বছরের এপ্রিলে প্রবীণ এই শিল্পির কোভিড পজিটিভ ধরা পড়ে । তারপর থেকে তিনি সম্পূর্ণ বিশ্রামে ছিলেন । চলাফেরা এবং সুবিধার জন্য তাঁর জুহুর বাসভবনে একটি লিফটসহ একটি হুইলচেয়ারেরও ব্যাবস্থা করা হয়েছিল । এছাড়া আগে থেকেই বাপ্পী লাহিড়ীর একাধিক রোগের চিকিৎসা চলছিল । মঙ্গলবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।
হাসপাতালের পরিচালক ডাঃ দীপক নামজোশী সংবাদ সংস্থাকে বলেন,’লাহিড়ী এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল । কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হলে পরিবারের সদস্যরা বাড়িতে একজন ডাক্তারকে নিয়ে যান । আমিও যাই । তারপর শিল্পিকে হাসপাতালে আনা হয় । তাঁর বেশ কিছু শারিরী সমস্যা ছিল । ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এর কারণে মধ্যরাতের কিছু আগে তাঁর মৃত্যু হয় ।’
১৯৫২ সালের ২৭ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করা বাপ্পী লাহিড়ী । বাবা অপরেশ লাহিড়ী ছিলেন একজন খ্যাতনামা শিল্পি । তাই ছোট থেকেই সঙ্গীত জগতে হাতেখড়ি বাপ্পী লাহিড়ীর । ১৯৭৩ সালে ‘নানহা শিকারী’-এ সুরকার হিসাবে চলচিত্র জগতে তাঁর আত্মপ্রকাশ ৷ বাংলা ও হিন্দি মিলে প্রচুর হিট গান উপহার দিয়েছেন । ৮০-৯০ এর দশকে তিনি ডিস্কো গানকে ভারতে জনপ্রিয় করে তোলেন । বারদাত, ডিস্কো ড্যান্সার,নমক হালাল, শরাবি, ডান্স ড্যান্স, কমান্ডো, সাহেব, গ্যাং লিডার এর মত হিট ছবিতে সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী । তাঁর সুরারোপিত বাংলার কিছু উল্লেখযোগ্য ছবি হল
অমর সঙ্গীত, আশাভালোবাসা, আমার তুমি,অমর প্রেম, মন্দিরা, বদনাম, রক্তলেখা, প্রিয়া প্রভৃতি । প্রতিভাবান এই শিল্পির প্রয়াণে শোকস্তব্ধ আপামর ভারতবাসী ।।