এইদিন বিনোদন ডেস্ক,০৫ ডিসেম্বর : মোহনদাস করমচাঁদ গান্ধীকে “পাকিস্তানের জনক” বলার কারনে পুনে-ভিত্তিক অসীম সরোদে নামে এক আইনজীবী গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে আইনি নোটিশ জারি করেছেন। একটি পডকাস্ট সাক্ষাৎকারের সময় গান্ধীর সম্পর্কে করা মন্তব্যটিতে বেজায় চটেছেন ওই আইনজীবী । অভিজিৎ ভট্টাচার্য লিখিত ভাবে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি । আইনজীবী দাবি করেছেন যে বিবৃতিটি গান্ধীর উত্তরাধিকারকে অসম্মান করে এবং ঐতিহাসিক তথ্যকে ভুলভাবে উপস্থাপন করে।
পডকাস্টে, অভিজিৎ ভট্টাচার্য সঙ্গীত রচয়িতা আর ডি বর্মণকে গান্ধীর সাথে তুলনা করে বলেন,’গান্ধী যেমন জাতির পিতা ছিলেন, তেমনি সঙ্গীতের জগতে আর ডি বর্মণ ছিলেন জাতির পিতা।’ তিনি জোর দিয়ে বলেছিলেন,’তবে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন পাকিস্তানের জাতির পিতা,ভারতের নয়।’
মণীশ দেশপান্ডে এবং অন্যান্য গুটিকয়েক আইনের ছাত্র এর প্রতিবাদ জানিয়েছে । গান্ধীর অবদানের কথা তুলে ধরে সরোদে বলেন,’গান্ধী হিন্দু-মুসলিম ঐক্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং বিভক্তির তীব্র বিরোধিতা করেছিলেন ।’ আইনজীবী গান্ধীর বিশ্বব্যাপী স্বীকৃতির কথাও উল্লেখ করেছেন। তার সম্মানে ১৫০টি দেশ পোস্টাল স্ট্যাম্প জারি করেছে বলেও তিনি সপক্ষে যুক্তি খাড়া করেছেন ।
নোটিশে দাবি করা হয়েছে যে অভিজিৎ ভট্টাচার্য তার মন্তব্যের জন্য লিখিত ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করা হবে । আইনজীবী সরোদে মনে করেন গায়কের বক্তব্য গান্ধীর কাজকে দুর্বল করে এবং ভুল তথ্য প্রচার করে। এই ধরনের মন্তব্য অনুভূতিতে আঘাত করতে পারে এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে । এখন পর্যন্ত, গায়ক অভিজিৎ ভট্টাচার্য আইনি নোটিশের বিষয়ে কোনো বিবৃতি জারি করেননি ।।