এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বর : পুলিশের কড়া নজরদারির মাঝেও পশুপাচার অব্যাহত রয়েছে এরাজ্যে । এবারে কনটেনারের ভিতরে কয়েক ডজন মোষ পাচার করতে গিয়ে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে ধরা পড়ে গেল পাচারকারী সামাউল হক । পুলিশ কনটেনার থেকে ৩১টি মোষ উদ্ধার করেছে । ধৃতকে আজ রবিবার শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়।
জানা গেছে,আজ ভোরে বিধাননগরের মুরালীগঞ্জ জাতীয় সড়কে নাকা চেকিং চলার সময় ওই কনটেনারটি আটকে তল্লাশি শুরু করে পুলিশ । তখন ৩১ টি মোষ পুলিশের নজরে পড়ে । পুলিশ কনটেনার চালক সামাউল হকের কাছে কাগজপত্র দেখতে চায় । কিন্তু সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপর পুলিশ তাকে গ্রেফতার করে এবং মোষগুলি সহ কনটেনার থানায় আনা হয় । ধৃতকে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে যে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মোষগুলি উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপারা থেকে আনা হয় । এই চক্রে আর কারা যুক্ত জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।