এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৩ ডিসেম্বর : কচ্ছপ আর টিয়া পাখি পোষার সখ স্ত্রীর । কিনে আনার জন্য প্রায়ই তিনি স্বামীকে তাগাদা করতেন । অবশেষে স্ত্রীর আবদার মেটাতে বাজার থেকে একটি কচ্ছপ ও একটি টিয়াপাখি কিনে আনেন স্বামী । এদিকে স্ত্রী শখ মেটাতে গিয়ে যে বন্যপ্রাণী আইন লঙ্ঘন করে ফেলেছেন একথা তাঁর মাথাতেই ছিল না । যদিও বিষয়টি তখনো বনদপ্তরের গোচরে না আসায় তিনি আইনের আওতা থেকে বেঁচে গিয়েছিলেন । কিন্তু অতি উৎসাহী স্ত্রীর কারনেই ধরা পড়ে যান তিনি ।
কারন দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় আহ্লাদে আটখানা হয়ে কচ্ছপ আর টিয়া পাখির ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন স্ত্রী । আর তা নজরে নজরে পড়ে যায় বন দপ্তরের এক কর্মকর্তার । ওই আধিকারিক পুলিশবাহিনী সঙ্গে নিয়ে চলে যান বধুর শ্বশুরবাড়িতে । ধরে আনেন বধুর স্বামীকে । উদ্ধার করা হয় কচ্ছপ ও টিয়া পাখিটি । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাকিমপাড়ায় । ধৃত ব্যক্তির নাম বাপি দত্ত । তিনি যে দোকান থেকে ওই টিয়া পাখি এবং কচ্ছপ কিনেছিলেন সেই দোকানের মালিক কৌশিক ভৌমিককেও গ্রেপ্তার করা হয়েছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা বাপি দত্তর সম্প্রতি বিয়ে হয়েছে । বিয়ের আগে থেকেই স্ত্রী মিতাদেবীর শখ ছিল বাড়িতে টিয়া এবং কচ্ছপ পোষার । বিয়ের পর তাঁর সেই সখ পূরণের জন্য স্বামীর কাছে আবদার করে বসেন । স্বামীও না করেননি । স্ত্রীর আবদার মেটাতে স্থানীয় ব্যবসায়ী কৌশিক ভৌমিককের কাছে ছুটে যান বাপী দত্ত । তারপর একটি টিয়া ও একটি কচ্ছপ কিনে এনে স্ত্রীর হাতে তুলে দেন তিনি । এদিকে অনেক দিনের শখ পূরণ হওয়ার আনন্দ আর চেপে রাখতে পারেননি স্ত্রী মিতাদেবী । নতুন দুই অতিথির ছবি পোস্ট করে দেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে । কিন্তু বন দপ্তরের বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের এক কর্মকর্তারা নজরে পড়ে যায় ওই পোস্টটি । তিনি মিতাদেবীর ফেসবুক প্রোফাইলে দেওয়া ঠিকানা দেখে হাজির হয়ে যান শিলিগুড়ির হাকিমপাড়ায় মিতাদেবীর শ্বশুরবাড়িতে । তারপর বনদপ্তরের অভিযোগের ভিত্তিতে মিতাদেবীর স্বামী ও দোকানদারকে গ্রেফতার করে পুলিশ । সোমবার (১২ ডিসেম্বর ২০২২) বাপি দত্তকে আদালতে তোলা হয়েছে । এদিকে এই ঘটনায় শোড়গোল পড়ে গেছে এলাকায় ।।