এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৭ ডিসেম্বর : বাংলাদেশের হিন্দুদের ওপর সে দেশের ইসলামিক জঙ্গি সংগঠনগুলো অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে । আর এই ঘটনার প্রতিবাদে সরব হচ্ছে ভারতের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংস্থা ও সংগঠনগুলো । অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে পশ্চিমবঙ্গের মুসলিমরা সরব হলেও বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়ে তাদের অধিকাংশ আশ্চর্য রকম চুপ । তবে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে পথে নেমেছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো । বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, চিন্ময় দাস মহাপ্রভুকে গ্রেফতার ও ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশী মৌলবাদী পর্যটকদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেওয়ার দাবি জানালে শিলিগুড়ির বঙ্গীয় হিন্দু মহামঞ্চ । বাংলাদেশী মৌলবাদীদের যাতে কোন হোটেলে উঠতে না দেওয়া হয় এবং যারা আগে থেকে হোটেলে আছে তাদের অবিলম্বে হোটেল তথা ভারত ত্যাগের জন্য বলা হয়, এই দাবি জানিয়ে শুক্রবার শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে স্মারকলিপি জমা দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ কর্তৃপক্ষ ।
শিলিগুড়ির বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডলের স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে,’আপনারা অবশ্যই অবগত আছেন যে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ । সেখানকার উগ্র মৌলবাদীদের দ্বারা প্রতিনিয়ত হিন্দু সনাতনীদের হত্যা, খুন, ধর্ষণ এর মত ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশের মহম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার সেখানকার হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যার্থ। ইসকন সন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর অনৈতিক গ্রেপ্তারের সাথে সাথে বাংলদেশের উগ্র মৌলবাদী জনতা আমাদের ভারতবর্ষের পতাকাকে রাস্তায় ফেলে পায়ে মাড়িয়ে প্রচন্ড অপমান করেছে যা একজন ভারতীয় হিসেবে আমাদের জন্য অপমানজনক । বাংলাদেশের এই রকম ভারত ও সনাতন ধর্ম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা মহামঞ্চের তরফে প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাচ্ছি।আমরা মহামঙ্গের তরফে আপনাদের কাছে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাই । আজ এই স্মারকলিপির মাধ্যমে আপনাদের কাছে দাবি জানাই যে ১) শিলিগুড়ির সমগ্র হোটেল গুলোতে বাংলাদেশি (মৌলবাদী) পর্যটকদের সবরকম পরিষেবা দেওয়া অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে হবে।
২) আজকের মধ্যেই আপনাদের হোটেল এসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস বিবৃত্তির মাধ্যমে বাংলাদেশি পর্যটক জন্য রুম ভাড়া সহ সকল প্রকার পরিষেবা বন্ধের ঘোষণা করতে হবে।
৩) আপনাদের অধীনে থাকা হোটেল গুলোতে এখনো যদি কোনো বাংলাদেশি পর্যটক থাকে তাহলে, তাঁদেরও হোটেল ত্যাগ কর বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেকটি হোটেলে বাংলাদেশি পর্যটক এর জন্য নিষেধাজ্ঞা সুনিশ্চিত করতে হবে। আশা রাখবো, আপনারা এই সকল দাবিকে অবিলম্বে পূর্ণ করে, বাংলাদেশের জেহাদি শক্তির ভারত বিরোধী কার্যকলাপের বিরু গর্জে উঠবেন। ভারত মাতার জয় হোক, জয় সনাতন।’
শিলিগুড়ি টাইমসের প্রতিবেদন অনুযায়ী,অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরোধীতা করছি আমরাও।তবে হোটেলে বাংলাদেশীদের উঠতে দেওয়া হবে কিনা সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’।
তথ্যসূত্র ও ছবি : কৃতজ্ঞতা স্বীকার শিলিগুড়ি টাইমস ।