এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৩ ডিসেম্বর : পাকিস্থানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে শিলিগুড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ । ধৃতের নাম মহম্মদ শাকিল । সে বিহারের চম্পারণ জেলার বাসিন্দা । গুড্ডু কুমার নাম নিয়ে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনির একটি ঘর ভাড়া নিয়েছিল ওই কুখ্যাত দুষ্কৃতী । উত্তরবঙ্গের সেনাছাউনিগুলি সম্পর্কীয় তথ্য ও ছবি সংগ্রহ করে সে আইএসআইয়ের কাছে পাঠাতো বলে জানতে পেরেছে তদন্তকারী দল । বুধবার ওই দুষ্কৃতীকে গ্রেফতারের পর বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে ধৃতকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বিহারের চম্পারণ জেলার বাসিন্দা মহম্মদ শাকিল বছর দুয়েক ধরে রেলের ইঞ্জিনিয়ার সঞ্জয়কুমার সুশীলের দেবাশিস কলোনি এলাকার বাড়িতে ভাড়া ছিল । তাকে ছাড়া আরও ৬ টি পরিবার রয়েছে বাড়িটিতে । নিজেকে গুড্ডু কুমার পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল শাকিল । কারও যাতে সন্দেহ না হয় তাই সে টোটো চালকের পেশা বেছে নিয়েছিল । টোটো নিয়ে শহর ও শহরতলী এলাকা ঘুরে বেড়াতো সে । সেই সুযোগে সে সেনা ছাউনি সম্পর্কীয় তথ্য ও ছবি পাকিস্থানে পাঠাতো । ইতিমধ্যেই বাগডোগরার সেনা ছাউনির অনেক ছবি পাকিস্থানে পাঠিয়ে দিয়েছে মহম্মদ শাকিল । এমনকি পাকিস্থানের সঙ্গে তার আর্থিক লেনদেনেরও প্রমান হাতে পেয়েছে তদন্তকারী দল ।
জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে দিন পনেরো ধরে ওই দুষ্কৃতীর উপর নজর রাখছিল এসটিএফ । শেষে বুধবার নিউ জলপাইগুড়ির নেতাজি মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় । গ্রেফতারির পর ধৃত দুষ্কৃতীর ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃত পাকিস্তানের চরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা করতে পারে বলে খবর ।।