এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,২৭ জুন : পাকিস্তানের পেশোয়ারে এক শিখ ব্যক্তিকে হত্যা করল কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট(আইএসআইএস) এর সন্ত্রাসীরা । নিহতের নাম মনমোহন সিং (Manmohan Singh) । উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের বাসিন্দা মনমোহন সিং-এর উপর গত শুক্রবার রাতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা । তার বুকে গুলি চালিয়ে খুন করার পাশাপাশি গুরুদুয়ারায় ভাঙচুর চালানো হয়। আইএসআইএস এই হামলার দায় স্বীকার করেছে । এই ঘটনার কয়েকদিন আগে পেশোয়ারে তারলোক সিংকে (Tarlok Singh) নামে এক শিখকে হত্যার চেষ্টা করা হয়েছিল । যদিও অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান । এদিকে পেশোয়ার শহরের বাসিন্দা মনমোহন সিংকে হত্যার পর সোমবার ভারতের বিদেশমন্ত্রক পাকিস্থানের কূটনীতিকদের তলব করে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস পত্রিকা । পাকিস্তান সরকারকে সেদেশের শিখদের উপর লাগাতার হামলার তদন্ত করতে বলেছে নয়াদিল্লি ।
এদিকে ফের হিন্দু মেয়েদের অপহরণের ঘটনা ঘটেছে পাকিস্থানের সিন্ধু প্রদেশে । সিন্ধু প্রদেশের উমরকোটের কুনরি এলাকার বাসিন্দা হাস্তু কোলি (Hastu Kolhi) ও তার মেয়েকে কবিতা কোলি (১৪)কে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে লুকমান মাল্লা(Luqman Mallah) ও কিছু অজ্ঞাত দুষ্কৃতী । পাশাপাশি পাকিস্তানের হায়দ্রাবাদের পার্শ্ববর্তী ট্যান্ডো আগার (Tando Agha) বাসিন্দা রামচাঁদ ভীল(Ramchand Bheel) নামে এক হিন্দু শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে । অপহরণকারী সাকিব(Saqib) তাকে অজ্ঞাত জায়গায় পনবন্দি করে রেখেছে বলে খবর । এনিয়ে পরিবার স্থানীয় থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করলেও অপহরণের ঘটনার ১৪ দিন পরেও পাকিস্তানের পুলিশ হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ উঠছে ।।

