প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ আগষ্ট : নবনিযুক্ত বর্ধমান পৌরসভার উপ-প্রশাসক আইনুল হককে উদ্দেশ্য করে নজিরবিহীন আক্রমন সানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ।বৃহস্পতিবার বর্ধমানে একটি কর্মসূচীতে যোগ দিয়ে তিনি আইনুল হকের উপ-প্রশাসক পদে নিযুক্ত হওয়ার তীব্র বিরোধীতা করে নানা মন্তব্য করেন। সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় ।
মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “
আইনুল হক সিপিএম থেকে এই দলে এসেছেন।সিপিএম ক্ষমতায় থাকার সময়ে উনি অত্যাচার অবিচার করেছেন। উনাকে মেনে নিতে তৃণমূলের পুরনো কর্মীদের আপত্তি আছে।যারা তৃণমূলের পুরনো কর্মী তাঁদের উপর ছাড়াও তাঁদের পরিবারের উপর অনেক অত্যাচার ও অবিচার করেছেন উনি।উনার গায়ে সি পি এমের বদরক্ত আছে। এইরকম লোক দলের মাথায় চেপে বসলে কর্মীদের পক্ষে হজম করা সত্যি মুশকিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান ,বিষয়টি নিয়ে তিনি দলের নেত্রী ও অভিষেক বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।আইনুল হককে নিয়ে ক্ষুব্ধ দলের কর্মীদের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন ।’
মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য শুনুন :
বাম আমলে বর্ধমান পৌরসভার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন সিপিএম নেতা আইনুল হক।তৃণমূল কংগ্রেসের যাবতীয় আন্দোলন তখন ছিল তাঁরই বিরুদ্ধে । রাজ্যে পালাবদলের কয়েক বছর পর সিপিএম থেকে বহিস্কৃত হয়ে আইনুল হক প্রথমে বিজেপিতে নাম লেখান । পরে বিধানসভা ভোটের আগে তিনি যোগদেন তৃণমূল কংগ্রেসে ।প্রায় তিন বছর পর বর্ধমান পৌরসভার জন্য গঠিত হয় প্রশাসক মণ্ডলী। সেই প্রশাসক মণ্ডলীতে উপ-প্রশাসক হিসাবে আইনুল হকের নাম সামনে আসতেই গত মঙ্গলবার থেকে ক্ষোভ বিক্ষোভ জারি রয়েছে শহর বর্ধমানের তৃণমূল শিবিরে । বৃস্পতিবারও বর্ধমান পৌরসভায় তৃণমূল কর্মীদের সেই ক্ষোভ বিক্ষোভ অব্যাহত থাকে । এমন পরিস্থিতিতে আইনুল হককে নিয়ে করা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যে
আরও উজ্জীবিত বিক্ষুব্ধ তৃণমূল শিবির । এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলার মুখপত্র প্রসেনজিৎ দাস এদিন বলেন,“মন্ত্রী কি বলেছেন তা তাঁর জানা নেই। তবে দলের শীর্ষ নেতৃত্ব যা নির্দেশ দেবেন সেটাই দলের সবাইকে মানতে হবে বলে প্রসেনজিৎ দাস মন্তব্য করেছেন ।।