এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ জানুয়ারী : তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী হিন্দুদের হিংসামুক্ত হওয়ার জন্য বিবেকানন্দের বই পড়ার পরামর্শ দিয়েছেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন,’বই পড় । বিবেকানন্দের সব দিকগুলো পড়লে হিন্দু ধর্মে হিংসা থাকবে না। পরশ্রীকাতর হবে না ।’ পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,’আপনি আচরি ধর্ম শেখাও অপরে ।’ সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের ভিডিওটি এক্স-এ শেয়ার করেছেন বিরোধী দলনেতা । পাশাপাশি বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠন জামাত ইসলামির নেতা ইমরান হুসাইন সিরাজীর বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন তিনি । যেখানে ওই বাংলাদেশি জঙ্গিকে হুঁশিয়ারি দিতে শোনা গেছে,’এটা কিন্তু ভারতের গুজরাট নয় । এটা কিন্তু সিকিম নয় । এটা কিন্তু কাশ্মীর নয় । এটা কিন্তু হায়দ্রাবাদ নয় । এটা ১৪ কোটি মুসলমানের জন্মভূমি কিনা বলেন ? এটা ৫৬ হাজার বর্গমাইলের ১৪ কোটি মুসলমানের জন্মভূমি । এখানে যদি কেউ কোন সময় গৌরগোবিন্দের ভূমিকা পালন করতে যাও তাহলে আমরা শাহজাহানের সন্তানেরা বসে থাকব না । শাহজাহানের সন্তানের হাতে তরবারি উঠবে । এই তরবারি আর নামবে না । এই ৫৬ হাজার বর্গমাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না । হবে না হবে না।’ এছাড়া, মুর্শিদাবাদের ৮-৯ বছরের মুসলিম শিশুর ভাইরাল ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । যেখানে ওই শিশু বলেছে,’মুসলিম… ঠিক আছে? জিগর আছে… ঠিক আছে ? যেখানে ঢুকবো চিড়ে ফেলে দেবো । হিন্দুদের বাপ মুসলিম…ঠিক আছে ?’
প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন,’গতকাল পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব অশোকনগরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিন্দুদের জ্ঞান দিয়েছেন ! তা মন্ত্রী মশাই আগের নিজের ঘরে নজর দিন। উদাহরণ স্বরূপ রাম নবমীর শোভাযাত্রায় পাথর ছোঁড়া, সদ্য দুর্গাপুজো কালীপুজো তে বাধা দান, মূর্তি ভাঙচুর, কিংবা ওপার বাংলায় ঘটেচলা হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার দেখার পরেও আপনার তরফ থেকে শান্তির বার্তা মেলেনি। আপনি হয় তো জানেন না হিন্দু সনাতনীরা হিংসায় বিশ্বাস করে না, শান্তির বার্তা আমরা শুধু দেশের মাটিতে নয় বিদেশেও ছড়িয়ে এসেছি। তাই আগের নিজের ঘর সামলান পরে আসবেন “প্রবচন” দিতে।’ সেই সাথে তিনি শেয়ার করা ভিডিও-এর ক্যাপশনে লেখেন,’আপনি আচরি ধর্ম শেখাও অপরে’ ।।