এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ মার্চ : বিতর্কিত বামপন্থী প্রচারণা পোর্টাল ‘দ্য ওয়্যার’-এর সহ-প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ ভারদরাজন দিল্লির অভিজাত এলাকা নিজামুদ্দিন পূর্ব-এ ৫০ কোটি টাকার একটি বিলাসবহুল সম্পত্তি কিনেছেন বলে জানিয়েছে হিন্দি মিডিয়া আউটলেট ওপি ইন্ডিয়া । প্রতিবেদনে বলা হয়েছে, চার তলা বিশিষ্ট এই বিলাসবহুল বাড়িটি সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। বলা হচ্ছে যে সিদ্ধার্থ তার ভাই টুঙ্কু বরদরাজনের সাথে এই সম্পত্তিটি কিনেছেন, যদিও টুঙ্কুর ভূমিকা এখনও স্পষ্ট নয়।
বলা হচ্ছে যে নিজামুদ্দিন পূর্ব দিল্লির সবচেয়ে ব্যয়বহুল এলাকাগুলির মধ্যে একটি হিসাবে গণ্য হয়, যেখানে সম্পত্তির দাম আকাশছোঁয়া। এই এলাকার বাসিন্দাদের দেশের মহান ব্যক্তিত্বদের মধ্যে গণ্য করা হয়। এমন পরিস্থিতিতে, মানুষ জিজ্ঞাসা করছে যে এই তথাকথিত সাংবাদিক কীভাবে এত ব্যয়বহুল আবাসন তৈরি করতে পারছেন?
যখন বেস্টমিডিয়াইনফো প্রথমবারের মতো ভারদারজনের সাথে মন্তব্যের জন্য যোগাযোগ করে, তখন তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বলেন যে এটি তার ব্যক্তিগত বিষয়। তবে পরে তিনি এই ধরণের কোনও ক্রয় অস্বীকার করে একটি নোট পাঠিয়েছিলেন।স্বভাবতই, কথিত ‘সর্বহারা’দের একটা দলের প্রচারকের এই বিপুল সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন উঠছে । প্রসঙ্গত,বিগত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে সরাতে আমেরিকা প্রবাসী কুখ্যাত উদ্যোগপতি জর্জ সোরসের বিপুল অর্থ বিনিয়োগের বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে তোলপাড় চলেছিল । ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিষয়টি সামনে আসে । এতে কংগ্রেস ও বামপন্থীদের ভূমিকা সন্দেহের চোখে দেখা হচ্ছিল ।।

