দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের শিশু বিভাগে সর্বসাকুল্যে বেড মাত্র ২০ টি । এদিকে একের পর এক শিশুকে জ্বর,সর্দি,কাশি প্রভৃতি উপসর্গ জনিত কারনে হাসপাতালে ভর্তি করা হচ্ছে । বেড কম থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা । ফলে চিকিৎসাধীন শিশুর পরিবারের মধ্যে এনিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে । তবে চাহিদা অনুযায়ী শিশু বিভাগে বেড কম থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার ধীরাজ রায় । তিনি বলেন, ‘বর্তমানে শিশুদের মধ্যে ভাইরাস ঘটিত জ্বর সহ অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছে । রোজ রোজ শিশু রোগীর সংখ্যা বাড়ছে । এদিকে চাহিদা অনুযায়ী বিভাগে বেড কম । তাই সমস্যা দেখা দিয়েছে ।’
কাটোয়া মহকুমা হাসপাতালে পূর্ব বর্ধমান জেলা ছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলা থেকে রোগীরা চিকিৎসা করাতে আসে । ফলে সারা বছর ধরেই হাসপাতালে রোগীর প্রচুর চাপ থাকে । এদিকে সপ্তাহ খানেক ধরে হঠাৎ করে হাসপাতালে শিশু রোগীর চাপ বাড়তে শুরু করেছে । প্রত্যেক শিশুকে জ্বর,সর্দি, কাশি, নিউমোনিয়ার উপসর্গজনিত কারনে হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে জানা গেছে । ফলে কাটোয়া মহকুমা হাসপাতালের মূল ভবনের তিন তলায় শিশু বিভাগে তিল ধারনের জায়গা নেই । জানা গেছে, মঙ্গলবার প্রায় ৮৫ টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । বুধবার বিকেল পর্যন্ত চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৫০ জন । এদিকে ওয়ার্ডে বেড মাত্র ২০ টি । ফলে ওয়ার্ডের মেঝেতে শুইয়ে রেখে অসুস্থ শিশুদের চিকিৎসা চলছে । এনিয়ে হাসপাতাল সুপার বলেন, ‘হাসপাতালের শিশু বিভাগের বেডের সমস্যার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।’।