এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২৪ অক্টোবর : “পাঁচ মাস ধরে লাগাতার ধর্ষণ করে গেছে এসআই গোপাল বাদনে” – হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলে এক তরুনী চিকিৎসক ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারায়। তিনি জেলা হাসপাতালে আত্মঘাতী হয়েছেন । চিরকুটে তিনি লিখেছেন যে এসআই গোপাল বাদনে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে যাচ্ছে । তার সামনে আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প নেই । তাই তিনি নিজের জীবন শেষ করে দিচ্ছেন।
চিকিৎসক সুইসাইড নোটে লিখেছেন,”আমার মৃত্যুর কারণ হলেন এসআই গোপাল বাদনে। তিনি আমাকে চারবার ধর্ষণ করেছেন। তিনি আমাকে পাঁচ মাসেরও বেশি সময় ধরে ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতন করে যাচ্ছেন ।”
ফুলটন সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালের মেডিকেল অফিসার থাকা এক ডাক্তারের আত্মহত্যা রাজ্যে এক বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তার হাতের তালুতে লেখা চিরকুট ছাড়াও, আত্মহত্যার কয়েক মাস আগে ফুলটন সাব-ডিভিশনাল ডিএসপিকে পাঠানো একটি চিঠিতে তরুনী একই রকম অভিযোগ করেছিলেন বলে জানা গেছে। ডিএসপিকে পাঠানো চিঠিতে, মহিলা ডাক্তার ফুলটন গ্রামীণ থানার তিন কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। চিঠিতে এসআই গোপাল বাদনে ছাড়াও, সাব-ডিভিশনাল পুলিশ ইন্সপেক্টর পাতিল এবং সহকারী পুলিশ ইন্সপেক্টর লাডপুত্রের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত এসআই গোপাল বাদনেকাকে মহারাষ্ট্র পুলিশ থেকে বরখাস্ত করা হয়েছে। শীর্ষ পুলিশ সূত্র জানিয়েছে যে ডাক্তারের আত্মহত্যার তদন্ত করা হবে এবং শীঘ্রই দোষীদের খুঁজে বের করা হবে।।

