এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ নভেম্বর : আজ সোমবার রাজ্য বিজেপির দুই নেত্রী অগ্নিমিত্রা পাল ও রূপা গাঙ্গুলির জন্মদিন । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুই দলীয় নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ সকালেই শুভেন্দু অধিকারী দুই নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন,’প্রাক্তন রাজ্যসভার সাংসদ, রাজ্য বিজেপির অন্যতম নেত্রী সম্মানীয়া শ্রীমতি রূপা গাঙ্গুলি মহোদয়া ও আমার সতীর্থ বিধায়িকা, রাজ্য বিজেপির লড়াকু নেত্রী সম্মানীয়া শ্রীমতি অগ্নিমিত্রা পাল মহোদয়া আপনাদের শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের সুস্থ ও দীর্ঘ জীবন প্রার্থনা করছি ।’
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা সম্মানীয়া শ্রীমতি অগ্নিমিত্রা পাল মহাশয়ার শুভ জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ রূপা গাঙ্গুলি জন্মদিনের শুভেচ্ছা দিয়ে তিনি লিখেছেন,’রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির নেত্রী সম্মানীয়া শ্রীমতি রূপা গাঙ্গুলী মহাশয়ার শুভ জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
কিন্তু দিলীপ ঘোষের ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে রূপা গাঙ্গুলির শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেও অগ্নিমিত্রা পালের জন্মদিন নিয়ে নীরব থেকেছেন । রূপা গাঙ্গুলির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন,’শ্রীমতী রূপা গাঙ্গুলির জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। রূপা স্পিকস, প্রাক্তন রাজ্যসভার সংসদ সদস্য, বর্তমানে জাতীয় বিশেষ আমন্ত্রিত, একজন দক্ষ অভিনেত্রী এবং অভিনেত্রী। এই বিশেষ উপলক্ষে আমরা আপনার সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করি।’
কিন্তু অগ্নিমিত্রা পালের জন্মদিনে দিলীপ ঘোষ শুভেচ্ছা না জানানোয় এখন প্রশ্ন উঠছে । প্রশ্ন উঠছে যে তাহলে বিজেপির এই বর্ষীয়ান নেতা কি অগ্নিমিত্রা পালের উপর অসন্তুষ্ট ? যদি এই দাবি সত্য হয় তাহলে অসন্তুষ্ট হওয়ার কারন কি ? আসলে বিগত লোকসভার নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছিল দল । কিন্তু তাকে পরাজয়ের মুখ দেখতে হয় । অন্যদিকে দিলীপ ঘোষের মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। তিনিও সেখানকার মেয়ে নন। তিনি আসানসোনের বিধায়ক ছিলেন । যদিও আসন বদলের জন্য প্রকাশ্যে মুখ না খুললেও তিনি এনিয়ে শুভেন্দু অধিকারীর উপর চরম ক্ষুব্ধ হন বলে খবর । ভোটে হারার পর সংবাদমাধ্যমের সামনে একাধিকবার অসন্তোষ প্রকাশও করতে দেখা গিয়েছিল । নাম না করে তিনি ‘কাঠিবাজির’ কথা বলেছিলেন । আর সেই ‘অভিমানেই’ কি তিনি অগ্নিমিত্রার জন্মদিনে শুভেচ্ছা জানাননি? এই প্রশ্ন উঠছে৷
এদিকে আজ বিধানসভায় অগ্নিমিত্রা পালের জন্মদিন উদযাপন হয় । উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও । অগ্নিমিত্রা সেই মুহুর্তের কয়েকটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিধানসভায় সন্মানীয় বিরোধী দলনেতা সহ আমার সতীর্থ বিধায়ক ও বিধায়িকাদের উপস্থিতিতে আমার জন্মদিন উদযাপনের কিছু সুন্দর মুহূর্ত।’।